পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Former PM Manmohan Singh HBD: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের 91তম জন্মদিন, শুভেচ্ছা নরেন্দ্র মোদির

আজ ইউপিএ জমানার প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের জন্মদিন ৷ তিনি 91 বছরে পা দিলেন ৷ মঙ্গলবার তাঁর জন্মদিনে দীর্ঘায়ু প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 11:36 AM IST

Updated : Sep 26, 2023, 12:00 PM IST

ETV Bharat
প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের জন্মদিন

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের 91তম জন্মদিন ৷ এইদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি এবং আরও অনেকে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (টুইটারে) লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংজিকে জন্মদিনের শুভেচ্ছা ৷ তাঁর দীর্ঘ এবং সুস্থ জীবন প্রার্থনা করছি ৷" ইউপিএ জমানার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরবর্তী প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি ৷

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের জন্মদিনে আমার শুভেচ্ছা রইল ৷ সাধারণ জীবনযাপন, সম্ভ্রম এবং রাজনীতিতে বিনয়ের এক বিরল উদাহরণ তিনি ৷ যে প্রধানমন্ত্রী সত্যিই একজন রাষ্ট্রনায়ক, তাঁর কাজ বেশি কথা বলেছে ৷ দেশের প্রতি তাঁর এই অবদানের জন্য আমরা সবসময় তাঁর প্রতি কৃতজ্ঞ ৷ তিনি সুস্থ থাকুন, আনন্দে থাকুন ৷ দীর্ঘজীবী হোন ৷"

প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধি এক্সে (টুইটারে) লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংজিকে তাঁর সততা, দেশ গড়া এবং জনগণের অর্থনৈতিক উন্নতির প্রতি তাঁর দায়বদ্ধতা আমার কাছে সবসময়েই অনুপ্রেরণার ৷ তিনি ভালো থাকুন, আনন্দে কাটান, তাঁর জন্মদিনে এই শুভেচ্ছা জানাই ৷"

1932 সালে ব্রিটিশশাসিত ভারতে (বর্তমানে পাকিস্তান) জন্মগ্রহণ করেন মনমোহন সিং ৷ 2004 সাল থেকে 2014 পর্যন্ত পরপর দু'টি ইউপিএ জমানায় প্রধানমন্ত্রী ছিলেন এই বিশিষ্ট অর্থনীতিবিদ ৷ 1991-96 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হয়েছিলেন ডঃ মনমোহন সিং ৷ সেই সময় তাঁর নেতৃত্বে দেশের অর্থনীতিতে ব্যাপক সংস্কার হয় ৷

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রবীণ নেতা জয়রাম রমেশও নবতিপর এই অর্থনীতিবিদ-নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি প্ল্যানিং কমিশনের কথা স্মরণ করে লেখেন, "এখনও 1986 সালের সেপ্টেম্বর-অক্টোবরের কথা মনে আছে আমার ৷ তখন তিনি প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন ৷ অরবিন্দ ভিরমানি, রাকেশ মোহন এবং আমাকে প্ল্যানিং কমিশনের অন্তর্ভুক্ত করেছিলেন ৷ সে সময়টা আমরা অনেক কিছু শিখেছিলাম ৷"

আরও পড়ুন: আর্থিক সংস্কারে মনমোহনের ভূমিকার প্রশংসায় গড়করি

Last Updated : Sep 26, 2023, 12:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details