পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sisodia sent to CBI custody: দিল্লির আবগারি মামলায় সিসোদিয়াকে সিবিআই হেফাজতে পাঠাল আদালত

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy Case) দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে রবিবার গ্রেফতার করে সিবিআই ৷ সোমবার আদালত তাঁকে পাঁচদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠাল ৷

Manish Sisodia
Manish Sisodia

By

Published : Feb 27, 2023, 6:55 PM IST

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে পাঁচদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠাল আদালত (Manish Sisodia sent to 5 day CBI custody) ৷ রবিবার আম আদমি পার্টির এই নেতাকে গ্রেফতার করে সিবিআই (CBI) ৷ সোমবার তাঁকে আদালতে পেশ করা হয় ৷ বিশেষ সিবিআই বিচারক এমকে নাগপালের এজলাসে এই নিয়ে শুনানি হয় ৷ দু‘পক্ষের বক্তব্য শোনার পর বিচারক আগামী 4 মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

2021-22 সালের দিল্লির আবগারি নীতি প্রণয়ন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এক শ্রেণির ব্য়বসায়ীদের সুবিধা পাইয়ে দিতেই ওই নীতি প্রণয়ন করা হয় বলে অভিযোগ ৷ সেই নিয়ে তদন্ত করছে সিবিআই ৷ এই দুর্নীতিতে দক্ষিণ ভারতের একটি চক্রের হদিশ মিলেছে ৷ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ৷

দীর্ঘদিন ধরেই দিল্লির উপ-মুখ্যমন্ত্রী (Delhi Deputy CM Manish Sisodia) সিবিআইয়ের নজরে রয়েছে ৷ এর আগে মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি হয়েছে ৷ তাঁর ব্যাংকের লকারও তল্লাশি হয়েছে ৷ রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে সিবিআই ৷ তার পর তাঁকে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করার অভিযোগ উঠেছে ৷ এদিন আদালতেও সিবিআই সিসোদিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছে ৷ তার মধ্যে অন্যতম এই দুর্নীতিতে সিসোদিয়ার নাম এফআইআর-এ এক নম্বর অভিযুক্ত হিসেবে রয়েছে বলে সিবিআই আদালতে জানিয়েছে ৷

যদিও এই নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে আম আদমি পার্টি (Aam Aadmi Party) ৷ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এই ইস্যুতে সরাসরি তোপ দেগেছেন মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে ৷ দিল্লিতে আপের বিক্ষোভও চলছে ৷ অন্যদিকে এই ইস্যুতে আপের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পিনারাই বিজয়ন ৷

আরও পড়ুন:মণীশের গ্রেফতারের প্রতিবাদে বিজেপির সদর দফতরের বাইরে বিক্ষোভে আপ

ABOUT THE AUTHOR

...view details