মণিপুর, 17 সেপ্টেম্বর:ফের অশান্ত মণিপুর। এবার প্রাণের বলি হলেন ভারতীয় সেনার এক কর্মী। ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন তিনি। শনিবার তাঁকে বাড়ি থেকে অপহরণ করা হয় ৷ আর আজ, রবিবার সকালে তাঁর মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে অনুমান, মাথায় গুলি করে খুন করা হয়েছে ওই সেনাকর্মীকে। তাঁর মাথায় গুলির আঘাত স্পষ্ট ৷ প্রয়াত সেনাকর্মীর এক মেয়ে, ছেলে ও স্ত্রী বর্তমান। সেনাবাহিনীর তরফে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে নিহত সেনাকর্মীর নাম থাংথাং কম। কয়েকদিন আগেই ছুটি পেয়ে মণিপুরের বাড়িতে ফিরেছিলেন তিনি। পূর্ব ইম্ফলের বাসিন্দা থাংথাংয়ের পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছে 10 বছর বয়সি এক ছেলে ও মেয়ে ৷ জানা গিয়েছে, শনিবার ছেলের চোখের সামনেই অপহরণ করা হয় থাংথাংকে। তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাড়িতে ঢুকে এসে ভারতীয় সেনার ওই কর্মীকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, সেনাকর্মীর সন্তানই এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী। তার সামনেই বাবাকে বাড়ির ভিতরে ঢুকে জোর করে নিয়ে যায় তিন দুষ্কৃতী।