পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Myanmar Immigrants Arrested: মোরেহতে 32 মায়ানমার অভিবাসীকে গ্রেফতার মণিপুর পুলিশের - special operation in Moreh

Myanmar Immigrants Arrested in Moreh: এসডিপিও'কে হত্যার পর মোরেহতে বিশেষ অভিযান ৷ তাতে 32 জন মায়ানমার অভিবাসীকে পাকড়াও করল মণিপুর পুলিশ ৷ এঁদের মধ্যে 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে ইম্ফলে ৷

Myanmar Immigrants Arrested
মায়ানমার অভিবাসী

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 1:50 PM IST

তেজপুর, 2 নভেম্বর:মোরেহতে 32 জন মায়ানমারের অভিবাসীকে গ্রেফতার করল মণিপুর পুলিশ ৷ বুধবার মণিপুরে ভারত-মায়ানমার সীমান্তে বিশেষ অভিযান চালানো হয় ৷ সেই অভিযানেই এঁদেরকে গ্রেফতার করে মণিপুরের পুলিশ আধিকারিকরা ৷ ধৃতদের মধ্যে 10 জন অভিবাসীকে আরও তদন্তের জন্য হেলিকপ্টারে করে ইম্ফলে নিয়ে যাওয়া হয়েছে ৷ বাকি 22 জনকে মোরেহ থানায় রাখা হয়েছে ৷ মণিপুর পুলিশের এক আধিকারিক এ কথা জানিয়েছেন ।

সূত্রের খবর, মোরেহ মহকুমা পুলিশ অফিসার সিংথাম আনন্দ কুমারকে হত্যার পরেই ব্যাপক ধরপাকড় শুরু করেছে মণিপুর পুলিশ । বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে ৷ মঙ্গলবার সকালে মোরেহর একটি হেলিপ্যাড পরিষ্কারের কাজের তদারকি করছিলেন আনন্দ কুমার ৷ সেসময় তাঁকে গুলি করা হয় ৷ তাতেই মৃত্যু হয় ওই পুলিশ আধিকারিকের ৷ এই ঘটনার পর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মণিপুর পুলিশের একটি দল বুধবার দুপুর 2টোর দিকে মোরেহ পৌঁছয় ৷ তারা মোরেহ মর্নিং মার্কেট কলোনি এবং আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ।

স্পেশাল পুলিশ কমান্ডো, ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন এবং অসম রাইফেলস-সহ জয়েন্ট সিকিওরিটি ফোর্স ধারাবাহিক অভিযান চালায় ৷ তারা এই অভিযানে প্রায় 44 জন কুকিকে গ্রেফতার করেছে । ধৃত 44 কুকির মধ্যে 32 জন মায়ানমারের বংশোদ্ভূত বলে জানা গিয়েছে । মণিপুর পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাঁরা কোনও বৈধ কাগজপত্র ছাড়াই মোরেহ শহরে প্রবেশ করেছিল । নিরাপত্তা বাহিনী ধৃত মায়ানমার অভিবাসীদের মধ্যে 10 জনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেলিকপ্টারে করে ইম্ফলে নিয়ে যায় । তাঁদের বর্তমানে ইম্ফল পূর্ব জেলার সাজিওয়া এলাকায় বিদেশি আটক কেন্দ্রে রাখা হয়েছে । পুলিশ সূত্র জানায়, মায়ানমারের অভিবাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন:কুকি অধ্যুষিত মোরেহ-তে জঙ্গিদের গুলিতে নিহত এসডিপিও

মঙ্গলবার মোরেহতে জঙ্গিদের দুটি পৃথক হামলায় মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) নিহত হয়েছেন এবং তিনজন কনস্টেবল আহত হয়েছেন । অন্যদিকে আইজি (জোন 1) থেমথিং এনগাসাংভা এবং ডিআইজি (রেঞ্জ II) যোগেশচন্দ্র হাওবিজামের নেতৃত্বে একটি পুলিশ দলকে মোরেহতে পাঠানো হচ্ছিল ৷ তাদের উপর ইম্ফল-মোরেহ হাইওয়েতে আক্রমণ করা হয় ৷ এই ঘটনায় তিনজন রাজ্য পুলিশ কর্মী আহত হন । পুলিশ জানিয়েছে, তিনজনের পায়ে আঘাত লেগেছে ৷ তবে তাঁদের অবস্থা আশংকাজনক নয় ।

ABOUT THE AUTHOR

...view details