ইম্ফল, 28 সেপ্টেম্বর: অশান্ত মণিপুর ফের উত্তপ্ত হয়ে উঠেছে ৷ এর মধ্যে বরখাস্ত করা হল এক চিকিৎসককে ৷ তাঁর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পোস্টে অসঙ্গত মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ বৃহস্পতিবার মণিপুর সরকার একটি নোটিশে এই নির্দেশ দেয় ৷
টামেংলং জেলায় তিনি আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন ৷ নোটিশে জানানো হয়েছে, ওই চিকিৎসককে এখনই বরখাস্ত করা হচ্ছে ৷ তিনি সামাজিক মাধ্যমে অসঙ্গত মন্তব্য পোস্ট করেছেন ৷ সরকারি চাকরিতে বহাল থাকাকালীন এই কাজ অনুপযুক্ত ৷ তবে তিনি এখনই ইম্ফলের সদর কার্যালয় ছেড়ে যেতে পারবেন না ৷ ইম্ফল ছেড়ে যেতে হলে তাঁকে আগে থাকতে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে ৷ তবে ওই চিকিৎসকের পোস্টটি ঠিক কী ছিল, তা নিয়ে কোনও কথা উল্লেখ করা হয়নি ওই নোটিশে ৷
এদিকে দু'জন মেইতেই পড়ুয়ার মৃত্যুতে তোলপাড় উত্তর-পূর্বের এই রাজ্যটি ৷ জুলাই মাস থেকে তাদের দু'জনকে পাওয়া যাচ্ছিল না ৷ সোমবার তাদের মৃতদেহের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ৷ অভিযোগ, কুকি সম্প্রদায়ের দুষ্কৃতীরা তাদের হত্যা করেছে ৷ 3 মে থেকে মেইতেই ও কুকি জাতির মধ্যে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে মণিপুরে ৷