পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Doctor Suspended in Manipur: সামাজিক মাধ্যমে অসঙ্গত মন্তব্য, অশান্ত মণিপুরে বরখাস্ত চিকিৎসক - ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল

দুই পড়ুয়ার নৃশংস হত্যার ঘটনায় জ্বলছে মণিপুর ৷ এর মধ্যে সামাজিক মাধ্য়মে অসঙ্গত মন্তব্য করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে ৷ তাঁকে বরখাস্ত করেছে মণিপুর সরকার ৷

ETV Bharat
মণিপুরে বরখাস্ত চিকিৎসক

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 4:13 PM IST

ইম্ফল, 28 সেপ্টেম্বর: অশান্ত মণিপুর ফের উত্তপ্ত হয়ে উঠেছে ৷ এর মধ্যে বরখাস্ত করা হল এক চিকিৎসককে ৷ তাঁর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পোস্টে অসঙ্গত মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ বৃহস্পতিবার মণিপুর সরকার একটি নোটিশে এই নির্দেশ দেয় ৷

টামেংলং জেলায় তিনি আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন ৷ নোটিশে জানানো হয়েছে, ওই চিকিৎসককে এখনই বরখাস্ত করা হচ্ছে ৷ তিনি সামাজিক মাধ্যমে অসঙ্গত মন্তব্য পোস্ট করেছেন ৷ সরকারি চাকরিতে বহাল থাকাকালীন এই কাজ অনুপযুক্ত ৷ তবে তিনি এখনই ইম্ফলের সদর কার্যালয় ছেড়ে যেতে পারবেন না ৷ ইম্ফল ছেড়ে যেতে হলে তাঁকে আগে থাকতে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে ৷ তবে ওই চিকিৎসকের পোস্টটি ঠিক কী ছিল, তা নিয়ে কোনও কথা উল্লেখ করা হয়নি ওই নোটিশে ৷

এদিকে দু'জন মেইতেই পড়ুয়ার মৃত্যুতে তোলপাড় উত্তর-পূর্বের এই রাজ্যটি ৷ জুলাই মাস থেকে তাদের দু'জনকে পাওয়া যাচ্ছিল না ৷ সোমবার তাদের মৃতদেহের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ৷ অভিযোগ, কুকি সম্প্রদায়ের দুষ্কৃতীরা তাদের হত্যা করেছে ৷ 3 মে থেকে মেইতেই ও কুকি জাতির মধ্যে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে মণিপুরে ৷

ইতিমধ্যে এই হত্যার ঘটনার তদন্ত করছে সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগর ইম্ফল পৌঁছেছেন ৷ অজয় ভাটনগরের নেতৃত্বে একটি দল জয়েন্ট ডিরেক্টর ঘনশ্য়াম উপাধ্যায়ের সঙ্গে যোগ দেবে বলে জানা গিয়েছে ৷ তদন্তকারী এই দলে অপরাধ বিশেষজ্ঞ, প্রযুক্তি বিশেষজ্ঞ থাকবেন ৷ সূত্রের খবর, সিবিআইয়ের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরাও এই তদন্তে যোগ দেবেন ৷

সোমবার দুই পড়ুয়ার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ৷ এরপর থেকেই প্রতিবাদ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা ৷ মঙ্গলবার ইম্ফলে 45 জন পড়ুয়া বিক্ষোভ দেখাতে গিয়ে আহত হয় তারা ৷ এদের মধ্যে বেশির ভাগই মেয়ে ৷ বৃহস্পতিবার সকালেও দুই পড়ুয়ার মৃত্যুতে বিক্ষোভ প্রদর্শন চলতে থাকে ৷ উন্মত্ত জনতা পশ্চিম ইম্ফলে ডেপুটি কমিশনারের কার্যালয়ে ভাঙচুর চালায় ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রী, আমার রাজ্য মণিপুরের সবকিছু ধ্বংস করে দিয়েছেন', অভিযোগ লিসিপ্রিয়ার

ABOUT THE AUTHOR

...view details