পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manipur government Extends AFSPA: মণিপুরে আফস্পার মেয়াদ বৃদ্ধি, বীরেন সিংকে সরানোর দাবি কংগ্রেসের - মল্লিকার্জুন খাড়গে

AFSPA in Hill Areas of Manipur: মণিপুরের পার্বত্য এলাকাগুলিতে আফস্পার মেয়াদ আরও ছ’মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে ৷ অন্যদিকে কংগ্রেসের তরফে মণিপুরের মুখ্য়মন্ত্রী এন বীরেন সিংকে সরানোর দাবি তোলা হয়েছে ৷

N Biren Singh
N Biren Singh

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 7:19 PM IST

ইম্ফল, 27 সেপ্টেম্বর: দুই পড়ুয়াকে অপহরণ ও খুনের ঘটনায় মণিপুরে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে সেখানকার সরকার মণিপুরে আফস্পার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে৷ বুধবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকার জানিয়েছে যে তারা রাজ্যের পার্বত্য এলাকাগুলিতে আফস্পার মেয়াদ বৃদ্ধি করছে ৷ ছ’মাসের জন্য এই মেয়াদ বৃদ্ধি করা হল ৷ আগামী 1 অক্টোবর থেকে পরবর্তী ছ’মাস ওই এলাকাগুলিতে আমর্ড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা বলবৎ থাকবে ৷

গত মে থেকে উত্তপ্ত মণিপুর ৷ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ৷ নারী নির্যাতনের ছবিও প্রকাশ্যে এসেছে ৷ ফলে এন বীরেন সিংকে সরিয়ে দেওয়ার একটা জল্পনা চলছিল ৷ ঠিক সেই সময়ই মণিপুর সরকারের তরফে আফস্পার মেয়াদ বৃদ্ধির এই সিদ্ধান্তের কথা জানানো হল ৷ তবে পার্বত্য এলাকার 19টি থানাকে এর আওতায় রাখা হয়েছে ৷

এ দিন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন ৷ মণিপুরের মুখ্যমন্ত্রীকে অযোগ্য বলে কটাক্ষ করেছেন ৷ তাই তাঁর দাবি, এন বীরেন সিংকে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হোক ৷ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এটাই প্রথম পদক্ষেপ হোক বলে তিনি দাবি করেছেন ৷ পাশাপাশি তিনি বিজেপিকে দায়ী করেছেন ৷ তাঁর দাবি, বিজেপির জন্যই মণিপুরে মহিলা ও শিশুদের উপর অত্যাচার চলছে ৷

সোশাল মিডিয়ায় মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, "147 দিন ধরে মণিপুরের মানুষ কষ্ট পাচ্ছেন ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদির রাজ্যে যাওয়ার সময় নেই । এই হিংসায় ছাত্রদের টার্গেট করার ভয়াবহ ছবি আবারও পুরো দেশকে বিস্মিত করেছে । এটা এখন স্পষ্ট যে এই সংঘর্ষে নারী ও শিশুদের বিরুদ্ধে হিংসাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে । মণিপুরের মতো সুন্দর রাজ্যটি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, সবই হয়েছে বিজেপির কারণে ।"

গত 6 জুলাই থেকে নিখোঁজ থাকা দুই ছাত্রকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাতে ইম্ফলের সিংজামেই এলাকায় ব়্যাফ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয় ৷ নিরাপত্তা কর্মীরা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন এবং রাবার বুলেট নিক্ষেপ করেন । বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জও হয় ৷ 45 জন আহত হন৷ তার পরই এই মন্তব্য করেছেন খাড়গে ।

আরও পড়ুন:দুই মেইতেই পড়ুয়ার মৃত্যুতে সিবিআই তদন্ত, মণিপুরে স্পেশাল ডিরেক্টর

ABOUT THE AUTHOR

...view details