ইম্ফল, 27 সেপ্টেম্বর: দুই পড়ুয়াকে অপহরণ ও খুনের ঘটনায় মণিপুরে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে সেখানকার সরকার মণিপুরে আফস্পার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে৷ বুধবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকার জানিয়েছে যে তারা রাজ্যের পার্বত্য এলাকাগুলিতে আফস্পার মেয়াদ বৃদ্ধি করছে ৷ ছ’মাসের জন্য এই মেয়াদ বৃদ্ধি করা হল ৷ আগামী 1 অক্টোবর থেকে পরবর্তী ছ’মাস ওই এলাকাগুলিতে আমর্ড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা বলবৎ থাকবে ৷
গত মে থেকে উত্তপ্ত মণিপুর ৷ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ৷ নারী নির্যাতনের ছবিও প্রকাশ্যে এসেছে ৷ ফলে এন বীরেন সিংকে সরিয়ে দেওয়ার একটা জল্পনা চলছিল ৷ ঠিক সেই সময়ই মণিপুর সরকারের তরফে আফস্পার মেয়াদ বৃদ্ধির এই সিদ্ধান্তের কথা জানানো হল ৷ তবে পার্বত্য এলাকার 19টি থানাকে এর আওতায় রাখা হয়েছে ৷
এ দিন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন ৷ মণিপুরের মুখ্যমন্ত্রীকে অযোগ্য বলে কটাক্ষ করেছেন ৷ তাই তাঁর দাবি, এন বীরেন সিংকে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হোক ৷ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এটাই প্রথম পদক্ষেপ হোক বলে তিনি দাবি করেছেন ৷ পাশাপাশি তিনি বিজেপিকে দায়ী করেছেন ৷ তাঁর দাবি, বিজেপির জন্যই মণিপুরে মহিলা ও শিশুদের উপর অত্যাচার চলছে ৷