হায়দরাবাদ, 5 জুলাই: বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিতর্ক ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন ভারতীয় মিড ফিল্ডার জিকসন সিংয়ের গায়ে একটি সাতরঙা পতাকা দেখা যায় ৷ জিকসন মণিপুরের বাসিন্দা ৷ পরে জানা যায় যে ওই পতাকা আসলে মণিপুরের মেইটি জনগোষ্ঠীর পতাকা, যা ওই জনগোষ্ঠী সাত প্রজন্ম ধরে ব্যবহার করছে ৷
প্রসঙ্গত, মেটেই জনগোষ্ঠীকে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত করার দাবি নিয়েই জ্বলছে মণিপুর ৷ সেখানে গত 3 মে একটি কর্মসূচি হয় ৷ তার পর থেকে হিংসাদীর্ণ হয়ে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য ৷ স্বাভাবিকভাবে প্রতিযোগিতা জিতে জ্যাকসনের এই আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে ? খেলার মাঠে তাঁর এই আচরণ কতটা সমর্থন যোগ্য, সেই প্রশ্নই উঠেছে ৷
জিকসনের বক্তব্য: কয়েক ঘণ্টা পর জিকসন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেন ৷ সেখানে জানান, তাঁর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় ৷ তবে তাঁর রাজ্যে বর্তমান পরিস্থিতির দিকে নজর টানার জন্যই তিনি এই কাজ করেছেন ৷
এই নিয়ে দু’টি টুইট করেছেন জিকসন ৷ প্রথম টুইটে তিনি ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘‘পতাকা নিয়ে উদযাপন করে আমি কারও অনুভূতিতে আঘাত করতে চাইনি । আমার রাজ্য মণিপুর বর্তমানে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলি আমি নজরে আনতে চেয়েছিলাম ।’’ ওই টুইটে তাঁর আরও সংযোজন, ‘‘আজকের এই জয় সমস্ত ভারতীয়দের জন্য উৎসর্গ করা হল ।’’
ওই টুইটে তিনি জয়ের একটি ছবিও দিয়েছেন ৷ আর পরের টুইটে তিনি লিখেছেন, তাঁর আশা মণিপুরে খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসবে ৷ ওই টুইটেও তিনি খেলা দেখতে আসার জন্য ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ৷
পতাকা নিয়ে বিতর্ক: এই নিয়ে অনেকেই জিকসনের সমালোচনায় সরব হয়েছেন ৷ আন্তর্জাতিক মঞ্চে একটি প্রতিযোগিতা জেতার পর যখন ভারতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, সেই সময় কেন জিকসন এটা করলেন, সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ ৷ সোশ্যাল মিডিয়ায় অনেকে এই নিয়ে জিকসনের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার আর্জি রেখেছেন এআইএফএফ-এর কাছে ৷
আরও পড়ুন:ফের গুরপ্রীতের দস্তানার কামাল, কুয়েতকে হারিয়ে আবারও দক্ষিণ এশিয়ার সেরা ভারত