ইম্ফল, 3 অগস্ট: মণিপুরে অশান্তি থামার নাম নেই ৷ বৃহস্পতিবার বিষ্ণুপুরের ইম্ফলের কাংভাই এবং ফৌগাকচাও এলাকায় সংঘর্ষ হয় ৷ সেই সংঘর্ষ থামাতে সেনাবাহিনী ও ব়্যাফ কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ তাতে 17 জন আহত হয়েছেন বলে সরকারিভাবে জানা গিয়েছে ৷ অন্যদিকে পূর্ব ও পশ্চিম ইম্ফল জেলা শাসকরা নতুন করে অশান্তির আঁচ পেয়ে কারফিউ সংক্রান্ত শিথিলতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এছাড়া ইম্ফল উপত্যকায় রাত্রিকালীন কারফিউ ছাড়াও দিনেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে ।
বিষ্ণুপুরে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা তৈরি হয় ৷ কারণ, হাজার হাজার স্থানীয় মানুষ নিরাপত্তা বাহিনীর চলাচলে বাধা দিতে রাস্তায় নেমে পড়ে ৷ নারীদের নেতৃত্বে স্থানীয়রা সেনাবাহিনী ও ব়্যাফ কর্মীদের দ্বারা লাগানো ব্যারিকেড ভাঙার চেষ্টা করে ৷ তারা তুইবুং-এ সমাধিস্থলে যাওয়ার দাবি তোলে ৷ সেখান থেকেই উত্তেজনা ছড়ায় ৷ পরিস্থিতি সামলাতে কাঁদানে সেল ফাটাতে হয় নিরাপত্তা বাহিনীকে ৷ তার জেরেই 17 জন আহত হন ৷ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ কিন্তু তাঁদের শারীরিক অবস্থার পরবর্তী কোনও আপডেট পাওয়া যায়নি ৷