ইম্ফল, 25 জুন:মণিপুরে শান্তি ফেরাতে শনিবারই সর্বদলীয় বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বৈঠকে বিরেধীদের তিনি জানান, তাঁর ওপর আস্থা রাখতে ৷ তিনি আরও বলেন, 'মণিপুরে আমি শান্তি ফেরাবই ৷' এই বার্তার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই অশান্ত হয়ে উঠল মণিপুর ৷ স্থানীয়দের চাপে গ্রেফতার করা 12 জঙ্গিকে ছেড়ে দিতে বাধ্য হল সেনা ৷
সেনাবাহিনীর স্পিয়ার কর্পস বিভাগের তরফে টুইট করে রবিবার সকালে বিষয়টি জানানো হয়েছে ৷ তাতে লেখা হয়েছে, "12 জন কেওয়াইকেএল জঙ্গিকে মণিপুরে ইথাম গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে, বিশেষ অভিযান চালিয়ে এই জঙ্গিদের গ্রেফতার করা হয় ৷ তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসার সময় স্থানীয়রা বাধা দেন ৷ প্রায় 1200-1500 স্থানীয় বাসিন্দারা সেনা বাহিনীকে ঘিরে ফেলেন ৷ ভিড়ের সামনের দিকে ছিলেন মহিলারা ৷ ভিড় ক্রমশ হিংস্র চেহারা নিচ্ছিল ৷ পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল ৷"
স্পিয়ার কর্পসের তরফে আরও বলা হয়েছে, স্থানীয় এক নেতা এই উন্মত্ত ভিড়কে উসকে দিচ্ছিলেন ৷ এমতাবস্থায় সেনার তরফে কোনও পদক্ষেপ করলে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা তৈরি হত ৷ সেকথা মাথায় রেখে ওই জঙ্গিদের স্থানীয়দের হাতে তুলে দিয়ে এলাকা পরিত্যাগ করেন সেনার জওয়ানরা ৷ পাশাপাশি জঙ্গিদের থেকে যেসমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল তা বাজেয়াপ্ত করা হয় ৷ আরও জানানো হয়েছে, এই 12 জঙ্গির মধ্যে একজনকে সেনা জওয়ানরা চিনতে পেরেছেন ৷ স্বঘোষিত এই লেফটেন্যান্ট কর্নেলের নাম মরিয়াঙ্গথেম তাম্বা ওরফে উত্তম ৷ 2015 সালে ডোগরা রেজিমেন্টে একটি বিস্ফোরণের ঘটনার মাস্টার মাইন্ড ছিল এই উত্তম ৷