আগরতলা, 5 মার্চ: বিজেপি ফের ক্ষমতায় ফিরেছে ৷ একথা সত্যি ৷ কিন্তু, কেন রাজ্যের 60 শতাংশ মানুষ তাদের পক্ষে ভোট দিলেন না, সেই প্রশ্ন কি কেউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করবেন ? শনিবার ঠিক এভাবেই ত্রিপুরায় পদ্মের প্রত্যাবর্তন নিয়ে বিজেপির তুলোধনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা মানিক সরকার (Manik Sarkar questioning on BJP Vote Share in Tripura) ৷
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "একটি বিষয় একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে ৷ 60 শতাংশ ভোটার বিজেপিকে ভোট দেননি ৷ কিন্তু, বিজেপিবিরোধী ভোট ভাগ হয়ে গিয়েছে ৷ এই বিষয়ে আমি কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ করতে চাই না ৷ আমি একেবারে নির্দিষ্টভাবেই আমার কথা বলছি ৷"
ত্রিপুরার গত বিধানসভা নির্বাচনে বিজেপি যে পরিমাণ ভোট পেয়েছিল, তার সঙ্গে এবারের ভোটের ফলাফলের (Tripura Assembly Election 2023 Result) তুলনামূলক আলোচনা করেন মানিক ৷ বলেন, "গতবার ওরা (বিজেপি) 50 শতাংশের বেশি ভোট পেয়েছিল ৷ কিন্তু, এবার তা কমে 40 শতাংশে নেমে গিয়েছে ৷ কেন এমনটা হল, প্রধানমন্ত্রীকে সেই প্রশ্ন করুন ৷ পেশীশক্তি, অর্থশক্তি এবং সংবাদমাধ্যমের একটি বড় অংশ ওঁদের সঙ্গে রয়েছে ৷ রাজ্য সরকারি বিভিন্ন দফতর এবং কেন্দ্রীয় কার্যালয়গুলির অপব্যবহার করা হয়েছিল ৷ ওঁরা শুধুমাত্র সংখ্যাতত্ত্বের বিচারে সংখ্যাগরিষ্ঠতা হাসিল করেছেন ৷ এটা ওঁদের পক্ষে ভালো নয় ৷"