আগরতলা, 28 জুলাই : আইপ্যাকের (I-PAC) কর্মীদের আটকে রাখার ঘটনায় বিপ্লব দেব (Biplab Kumar Deb) সরকারের তীব্র নিন্দা করলেন মানিক সরকার (Manik Sarkar) ৷ বলেন, "এখানে শুধু অরাজকতাই নয়, জঙ্গলের শাসনকে ছাপিয়ে গিয়েছে ৷" স্পষ্ট জানালেন, ভয় পেয়ে এসব করছে সরকার ৷ এটা সরকারের ব্যর্থতা, অপদার্থতা ৷ মানুষ এসব নেবেন না ৷ এভাবে বেশিদিন চলবে না ৷ পাশাপাশি মোদি সরকারের-ও নিন্দা করলেন কোভিড এবং পেগাসাস ইস্যু নিয়ে ৷
আইপ্যাকের 23 জন কর্মী ত্রিপুরায় গিয়েছেন তথ্য সংগ্রহ করতে ৷ বিপ্লব দেবের সরকারের পুলিশের বিরুদ্ধে তাঁদের হোটেলে আটকে রাখার অভিযোগ ওঠে ৷ সেই প্রসঙ্গেই বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "এর আগে সম্ভবত তাঁরা পশ্চিমবঙ্গে কাজ করেছেন ৷ এবার এখানে এসে মানুষের সঙ্গে কথা বলতে চাইছেন ৷ এটা তো গণতান্ত্রিক অধিকার ৷ তাঁদের এভাবে আটকানোর মানে কী ? সারাদিন হোটেলে আটকে রেখেও কিছুই তো পাওয়া গেল না ৷ কাজগপত্র বা সমস্ত কিছুই ঠিক রয়েছে ৷ এটা আসলে ভীতি ৷ জনগণ আর সঙ্গে থাকছে না ৷ পায়ের তলার মাটি সরে যাচ্ছে ৷ তাই এরকম কাজকর্ম হচ্ছে ৷"