পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tripura: বিজেপি শাসনে ত্রিপুরায় সংবিধান লঙ্ঘিত: মানিক সরকার

1998 থেকে 2018 সাল পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার ৷ তিন বছর আগে বিজেপির হাত ধরে ত্রিপুরায় দু'দশকের বামফ্রন্ট শাসনের অবসান হয় ৷ কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে তাঁদের কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ত্রিপুরার বিরোধী দলনেতা ৷

Manik Sarkar
বিজেপি শাসনে ত্রিপুরায় সংবিধান লঙ্ঘিত

By

Published : Sep 14, 2021, 9:43 PM IST

Updated : Sep 14, 2021, 10:20 PM IST

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর : ত্রিপুরার বিজেপির 'অশাসন' নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী মানিক সরকার (Manik Sarkar) ৷ বিজেপি শাসনে ত্রিপুরায় সংবিধান লঙ্ঘিত হচ্ছে বলেও দাবি করেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা ৷

ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে রিগিং হয়েছে। বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে। ৯০ শতাংশ আসনে প্রার্থী দিতে পারেনি সিপিএম। সিপিএমের বেশিরভাগ বিধায়করা তাঁদের নিজের কেন্দ্রে যেতে পারেননি ৷ এমনকি তাঁকেও নিজের কেন্দ্রেও যেতে বাধা দিয়েছে বিজেপি ৷ মঙ্গলবার সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷

সোমবার ত্রিপুরায় তাঁদের কর্মীদের উপর হামলার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন সীতারাম ইয়েচুরি ৷ ঠিক পরের দিনই রাজ্যে বিপ্লব সরকারের 'অপশাসন' নিয়ে সংবাদিক বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ৷ ত্রিপুরায় গত দু'শক (1998-2018) মুখ্যমন্ত্রী ছিলেন মানিকবাবু ৷

আরও পড়ুন :ইয়ে ডর হমে আচ্ছা লাগা, বিপ্লবকে কটাক্ষ অভিষেকের

মঙ্গলবার সিপিএম-এর সাধারণ সম্পাদককে পাশে নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মানিক সরকার ৷ তিনি বলেন, "ত্রিপুরায় সংবিধান লঙ্ঘিত হচ্ছে ৷ সিপিএম বিধায়ক, এমনকি আমাকেও নিজের কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না ৷ গত 42 মাসে বিজেপি ক্ষমতায় আসার পর আমার কেন্দ্র-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যেতে আমাকে অন্তত 15 বার বাধা দেওয়া হয়েছে ৷’’

বিজেপি শাসনে ত্রিপুরায় সংবিধান লঙ্ঘিত

মানিকবাবুর আরও অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁদের মোট 44টি পার্টি অফিসে আক্রমণ করছে। যার মধ্যে চারটি পার্টি অফিস ভাঙা হয়েছে। বুলডোজার দিয়ে 27টি পার্টি অফিস গুঁড়িয়ে দিয়ে তাতে আগুন লাগানো হয়েছে ৷ 12টি পার্টি অফিস লুট করা হয়েছে। এছাড়াও 13টি বাড়িতে আগুন ধরানো হয়েছে ৷ লুট করা হয়েছে 48টি বাড়ি। মোট 24 জন বাম সমর্থকের উপর হামলা চালানো হয়েছে ৷ শুধু রাজনৈতিক দলের দফতরেই নয়, আক্রমণ হয়েছে সংবাদমাধ্যমের অফিসেও।

Last Updated : Sep 14, 2021, 10:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details