পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tripura CM Manik Saha : বিপ্লব অতীত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ ডাঃ মানিক সাহার - ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

2023-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে বদল হল ৷ আজ থেকে ত্রিপুরার গদিতে মানিক সাহা ৷ তিনি একদিকে বিজেপি সভাপতি, অন্যদিকে রাজ্যসভার সাংসদ ৷ পেশায় দন্তচিকিৎসক (Tripura CM Manik Saha) তিনি ৷

Doctor Manik Saha Tripura CM
ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা

By

Published : May 15, 2022, 11:54 AM IST

Updated : May 15, 2022, 2:00 PM IST

আগরতলা, 15 মে : ত্রিপুরার 11তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডাঃ মানিক সাহা ৷ গতকাল বিপ্লব দেব ইস্তফা দেওয়ার পর দুপুরেই উত্তর-পূর্বের এই রাজ্যটির মুখ্যমন্ত্রী পদে তাঁর নাম ঘোষণা করে শীর্ষ বিজেপি নেতৃত্ব (Manik Saha takes oath as Tripura CM after Biplab Kumar Deb resigns) ৷ 15 মে, রবিবার সকালে আগরতলার রাজভবনে রাজ্যপাল এসএন আর্য 69 বছরের মানিক সাহাকে শপথবাক্য পাঠ করান ৷ সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীও আজ শপথবাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকও রাজভবনে ছিলেন ৷

আরও পড়ুন : Biplab Deb Resigns : ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা এবং মন্ত্রী রামপ্রসাদ পাল গতকাল মানিক সাহার মুখ্যমন্ত্রী হওয়ার তীব্র বিরোধিতা করেন ৷ শনিবার গেরুয়া শিবিরের বিধায়কদের বৈঠকে এই নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রতিবাদে তাঁরা চেয়ার ভেঙে দেন ৷ তাঁরাও এদিন রাজভবনে আসেন এবং শপথবাক্য অনুষ্ঠানের শেষ পর্যন্ত ছিলেন ৷ তবে বিরোধী দল সিপিআইএম-এর বিধায়কেরা এই অনুষ্ঠানকে 'ফ্যাসিস্ট হিংসা' বলে আখ্যা দিয়েছে এবং বয়কট করেছেন ৷

রবিবার সকালে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করলেন মানিক সাহা

বিপ্লব দেব প্রথম উত্তর-পূর্বের এই রাজ্যটিতে বিজেপি শাসনের সূচনা করেন ৷ 25 বছর বাম সরকারের অবসান ঘটিয়ে 2018 সালে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ 2023-এ ত্রিপুরার বিধানসভা নির্বাচন ৷ তার আগেই রাজ্যটিতে এই বড়সড় এই পরিবর্তন অনেক প্রশ্নই তুলছে ৷

Last Updated : May 15, 2022, 2:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details