ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chief Minister of Tripura: মানিকেই ভরসা বিজেপির, ফের ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন ডা. সাহা - ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আবারও ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা (Manik Saha is chosen to be Tripura Chief Minister for Second Time) ৷ এই নিয়ে পরপর দ্বিতীয়বার ৷ সোমবার বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে একথা ঘোষণা করা হয়েছে ৷

Manik Saha is chosen to be Tripura Chief Minister for the Second Time
ফাইল ছবি
author img

By

Published : Mar 6, 2023, 8:16 PM IST

আগরতলা, 6 মার্চ:দ্বিতীয়বারের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন ডা. মানিক সাহা (Manik Saha is chosen to be Tripura Chief Minister for Second Time) ৷ সোমবার ত্রিপুরা রাজ্য বিজেপির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সংশ্লিষ্ট বৈঠকের পর দলের তরফে আনুষ্ঠানিকভাবে তাদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে ৷ মানিকের জন্ম হয়েছিল 1953 সালে ৷ 2022 সালে ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকে সরিয়ে তাঁকে রাজ্যের প্রশাসনিক প্রধানের পদে বসায় বিজেপি নেতৃত্ব ৷ তিনি ছিলেন রাজ্যের 11তম মুখ্যমন্ত্রী ৷

টাউন বরদোয়ালির নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন মানিক সাহা ৷ মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত বিজেপির রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি ৷ একইসঙ্গে, ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতির পদ সামলানোরও অভিজ্ঞতা রয়েছে মানিকের ৷ তিনি ওই পদে ছিলেন 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত ৷

তবে, রাজনৈতিক জীবনের আগাগোড়া বিজেপিতে ছিলেন না মানিক ৷ গেরুয়া শিবিরে তিনি যোগদান করেন 2016 সালে ৷ তার আগে পর্যন্ত কংগ্রেস করতেন মানিক ৷ ত্রিপুরায় বিধানসভা ভোটের বছর খানেক আগে, অর্থাৎ 2022 সালের 14 মে তাঁকে রাজ্য়ের মুখ্যমন্ত্রী পদে বসায় বিজেপি ৷ সূত্রের দাবি, বিপ্লবকে নিয়ে দলের অন্দরে বনিবনা হচ্ছিল না ৷ তাঁকে নিয়ে ক্ষোভ জমছিল আমজনতার মনেও ৷ সেই কারণেই ভোটমুখী ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদলের সিদ্ধান্ত নেয় বিজেপি ৷ দলের নির্দেশ মেনে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিপ্লব ৷ পরে তাঁর স্থলাভিষিক্ত হন তুলনায় বয়সে প্রবীণ মানিক সাহা ৷ গত বছরের 15 মে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেন তিনি ৷

আরও পড়ুন:ত্রিপুরা ও নাগাল্যান্ড দখলে রাখল বিজেপি, মেঘালয়ে সরকার গঠনে গেরুয়া শিবিরের দ্বারস্থ সাংমা

রাজনীতির বাইরেও মানিক সাহার আরও একটি পরিচয় রয়েছে ৷ তিনি একজন চিকিৎসক ৷ দাঁতের অস্ত্রোপচার করার ডিগ্রিও তাঁর রয়েছে ৷ পটনার গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এবং লখনউয়ের কিং জর্জেস কলেজ থেকে ডাক্তারির পাঠ নিয়েছেন তিনি ৷ তাঁর স্ত্রীর নাম স্বপ্না সাহা ৷ সাহা দম্পতি দুই মেয়েও রয়েছে ৷ সর্বক্ষণের সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার আগে ত্রিপুরা মেডিক্য়াল কলেজে অধ্যাপনা করতেন মানিক সাহা ৷

ABOUT THE AUTHOR

...view details