মাঙ্গালুরু, 2 ডিসেম্বর: পুলিশের 'ভুলে' পাক্কা একবছর হাজতবাস করতে হল এক ব্যক্তিকে ! আদালতে শুনানি চলাকালীন জানা গেল, নাবালিকাকে যৌন হেনস্থার একটি মামলায় পকসো (POCSO)-এর আওতায় যে ব্যক্তিকে পুলিশকর্মীরা গ্রেফতার করেছিলেন, তিনি আদতে ঘটনায় অভিযুক্তও ছিলেন না ! কেবলমাত্র পুলিশের 'ভুলে' গত একবছর ধরে বিচার বিভাগীয় হেফাজতে (Judicial Custody) থাকতে হয়েছে সেই ব্যক্তিকে ! অবশেষে আদালতে সেই ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হন ৷ ঘটনায় আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের ৷ একইসঙ্গে, মাঙ্গালুরুর (Mangaluru) ওই আদালতের বিচারক নির্দেশ দিয়েছেন, ঘটনায় দায়ী পুলিশকর্মীরাই নিজেদের পকেটের টাকা খরচ করে ভুক্তভোগীকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ (5 Lakh Rupees Compensation) দেবেন ৷
ঘটনার সূত্রপাত বছর খানেক আগে ৷ মাঙ্গালুরু গ্রামীণ থানায় (Mangaluru Rural Police Station) একটি অভিযোগ দায়ের করা হয় নবীন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ তাতে দাবি করা হয়, ওই ব্যক্তি এক নাবালিকার উপর যৌন অত্যাচার চালিয়েছেন ৷ এই ঘটনায় পকসো আইনে মামলা রুজু হয় ৷ আদালতের নির্দেশে তদন্তভার হাতে নেন ইন্সপেক্টর রেবতী ৷ পরবর্তীতে মাঙ্গালুরু গ্রামীণ থানার এএসআই কুমার এক ব্যক্তিকে গ্রেফতার করেন ৷ ঘটনাচক্রে সেই ব্যক্তিরও নাম নবীন ৷ কিন্তু, তিনি আর সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তি সম্পূর্ণ দু'জন আলাদা মানুষ !