পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

First Indian Village Mana: ভারত-চিন সীমান্তে 'দেশের প্রথম গ্রাম' মানা, স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর - Uttarakhand Mana Village News

দেশের শেষ গ্রাম ছিল মানা ৷ উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভারত-চিন সীমান্তে অবস্থিত এই গ্রামটি এবার দেশের প্রথম গ্রাম হল ৷ অক্টোবরে পাহাড়ি রাজ্যে গিয়ে গ্রামটিকে প্রথম গ্রাম হিসেবে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী ৷ তা এবার কার্যকর হল ৷

First Village in India
মানা গ্রাম

By

Published : Apr 25, 2023, 10:50 AM IST

দেরাদুন (উত্তরাখণ্ড), 25 এপ্রিল: দেশের প্রথম গ্রাম মানা ৷ এমটাই টুইট করে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ একটি ছবিও পোস্ট করেছেন তিনি ৷ দ্য বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও গ্রামটিতে ঢোকার মুখে প্রবেশদ্বার তৈরি করেছে ৷ তাতে লেখা 'ভারতের প্রথম গ্রাম মানা' ৷ প্রসঙ্গত উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভারত-চিন সীমান্তে অবস্থিত ৷ আগে এই গ্রামটিকে দেশের শেষ গ্রাম বলে ধরা হত ৷ গত অক্টোবরে উত্তরাখণ্ড সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি মানা গ্রামে যান এবং গ্রামটিকে প্রথম গ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও ঘোষণা করেন ৷ সেখানে তিনি বলেছিলেন, "সীমান্তে থাকা প্রতিটি গ্রামই প্রথম গ্রাম ৷"

মুখ্যমন্ত্রী ধামি টুইট করে লেখেন, "এবার মানা গ্রামটিকে দেশের শেষ নয় বরং, প্রথম গ্রাম হিসেবে বিবেচনা করা হবে ৷ 2022 সালের 21 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানা গ্রাম থেকে ভাষণ দিয়েছিলেন ৷ তিনি বলেছিলেন, সীমান্তের মানা গ্রামকে 'দেশের প্রথম গ্রাম' বলে সম্বোধন করেছিলেন ৷ আমাদের সরকার সীমান্ত এলাকার সার্বিক উন্নয়নে সর্বদা নিবেদিত ৷" মানা গ্রামটি চামোলি জেলায় ভারত-চিন সীমান্তে থাকায় একে ভারতের শেষ গ্রাম বলা হত ৷ গত অক্টোবরে প্রধানমন্ত্রী মোদি মানা গ্রামে এসে সীমান্তে গ্রামের গুরুত্ব ব্যাখ্যা করেন ৷ পাশাপাশি তিনি একে দেশের প্রথম গ্রাম বলেও অভিহিত করেন ৷

পুষ্কর সিং ধামি আরও বলেন, "এই জন্য ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম শুরু হয়েছে ৷" এবছর বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বক্তৃতার ভাইব্র্যান্ট ভিলেজ প্রকল্পের কথা শোনা গিয়েছিল৷ এই প্রকল্পের আওতায় সীমান্তবর্তী এলাকায় অবস্থিত 19টি জেলার অন্তর্গত 46টি বর্ডার ব্লক, 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নতির কথা ঘোষণা করা হয় ৷ উত্তরে সীমান্ত অঞ্চলে রয়েছে অরুণাচলপ্রদেশ, হিমাচলপ্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড ও লাদাখ- এই রাজ্যগুলির ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন করার কথা জানিয়েছে বিজেপি সরকার ৷

আরও পড়ুন: ইন্দো-চিন সীমান্তে দেশের শেষ গ্রাম, মানায় উড়বে তেরঙা

ABOUT THE AUTHOR

...view details