পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man-Woman Paraded Naked Over Affair: স্বামী অন্য মহিলার সঙ্গে, দলবল নিয়ে দুজনকে অর্ধনগ্ন করে গ্রামে ঘোরালো স্ত্রী - পরকীয়া

স্বামীকে অন্য মহিলার সঙ্গে দেখতে পেরে, স্থানীয়দের ডেকে নিয়ে গিয়ে দুজনকে অর্ধনগ্ন করে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে (Chhattisgarh news)৷ ছত্তিসগড়ের ঘটনা (Man Woman Paraded Naked Over Affair)৷

Man, Woman Paraded Naked Over Affair, His Wife Among 4 Arrested in Chhattisgarh
স্বামী অন্য মহিলার সঙ্গে, দলবল নিয়ে দুজনকে অর্ধনগ্ন করে গ্রামে ঘোরালো স্ত্রী

By

Published : Jun 15, 2022, 9:21 AM IST

রায়পুর, 15 জুন: বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় এক ব্যক্তি ও এক মহিলাকে অর্ধনগ্ন করে ঘোরানো হল রাস্তায় (Chhattisgarh news)৷ ছত্তিসগড়ের কোন্ডাগাঁওয়ের ঘটনা ৷ এই ঘটনায় আক্রান্ত ব্যক্তির স্ত্রী-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ (Man Woman Paraded Naked Over Affair)৷

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, 11 জুন উরিন্দাবেদা থানার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে ৷ এই ঘটনার খবর পেয়েই পুলিশ ওই গ্রামে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ জানা গিয়েছে, সে দিন নিজের স্বামীকে অন্য এক মহিলার সঙ্গে দেখতে পান আক্রান্ত যুবকের স্ত্রী ৷ স্বামীর পরকীয়ার বিষয়ে জানতে পেরে তিনি তুলকালাম শুরু করেন ৷ ডেকে আনেন তাঁর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ৷ এরপর ওই যুবক এবং যে মহিলার সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল তাঁকে অর্ধনগ্ন করা হয় এবং গোটা গ্রামে ওই অবস্থায় তাঁদের ঘোরানো হয় (extra marital affair)৷

আরও পড়ুন:Husband Murders Wife: পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মসমপর্ণ

আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে উরিন্দাবেদা থানায় 354 নং ধারা ও অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ এই ঘটনায় আক্রান্ত ব্যক্তির স্ত্রীকে গ্রেফতার করেছে ৷ গ্রেফতার করা হয়েছে গ্রামের আরও তিনজনকে ৷ পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details