নয়াদিল্লি, 25 অক্টোবর:চাকরির আবেদন করার দীর্ঘ 28 বছর পর সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি পেলেন এক ব্যক্তি ৷ ওই ব্যক্তির আবেদনে কোনও ভুল ছিল না, যোগ্যতা থাকা সত্ত্বেও মেরিট লিস্ট থেকে তাঁর নাম বাদ পড়েছিল, এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের ৷ আদালত জানিয়েছে, ওই ব্যক্তি সংশ্লিষ্ট পদে চাকরির অযোগ্য বলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাতে ত্রুটি ছিল ৷ 1995 সালে অঙ্কুর গুপ্তা নামে ওই ব্যক্তি পোস্টাল অ্যাসিস্টেন্ট পদে চাকরির জন্য আবেদন করেছিলেন ৷ প্রথম পর্বের ট্রেনিংয়ে তিনি অন্তর্ভূক্ত হলেও পরে তাঁকে ওই পরীক্ষার মেরিট লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয় ৷ ভোকেশনাল মাধ্যম থেকে পড়াশোনা করেছেন, এই যুক্তি দেখিয়ে মেরিটলিস্ট থেকে ওই ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছিল ৷ সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তকেই খারিজ করেছে ৷
এর আগে অঙ্কুর গুপ্তা ও আরও কয়েকজন ব্যক্তি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে 1999 সালে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে আবেদন করেছিলেন ৷ সেখানে তাঁদের পক্ষেই রায় হয় ৷ কিন্তু, ডাক বিভাগ ট্রাইবুনালের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে 2000 সালে এলাহাবাদ হাইকোর্টে মামলা করে ৷ হাইকোর্ট 2017 সালে ডাক বিভাগের করা সেই আবেদন খারিজ করে দেয় ও সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের নির্দেশই বহাল রাখে ৷ 2021 সালে হাইকোর্টে একটি রিভিউ পিটিশন দায়ের করা হলে সেটিও খারিজ হয়ে যায় ৷ এরপর ডাক বিভাগের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয় ৷ কিন্তু সেখানেও ডাক বিভাগের আবেদনে মান্যতা দেয়নি দেশের শীর্ষ আদালত ৷
আরও পড়ুন: হাইকোর্টের বিচারপতিদের আদালতের নিয়ম মেনে চলার কথা স্মরণ করিয়ে দিল সুপ্রিম কোর্ট