পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man Urinates on Woman: সরকারি হাসপাতালে ঢুকে মহিলার গায়ে মূত্রত্যাগ ! মদ্যপকে আটক পুলিশের - প্রস্রাব

উত্তরপ্রদেশের বালিয়ায় সরকারি হাসপাতালে ঢুকে এক মহিলার গায়ে মূত্রত্যাগ করার অভিযোগ উঠল এক মদ্যপের বিরুদ্ধে ৷ তাঁকে আটক করেছে পুলিশ ৷

Man Urinates on Woman
মহিলার গায়ে মূত্রত্যাগ

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 6:23 PM IST

বালিয়া (উত্তরপ্রদেশ), 8 নভেম্বর:সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগে ঢুকে পড়ে এক মহিলার গায়ে মূত্রত্যাগ করলেন এক মদ্যপ ব্যক্তি ! যোগীরাজ্যের একটি সরকারি হাসপাতালে এমনই কুৎসিত ঘটনার অভিযোগ উঠেছে ৷ ওই মহিলা আজ নগর থানায় অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ৷

মঙ্গলবার রাতে বালিয়ার জেলা মহিলা হাসপাতালের প্রসবোত্তর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে ৷ বুধবার সকালে নগর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন এক মহিলা ৷ তাঁর অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁকে জেলা মহিলা হাসপাতালের পোস্ট নেটাল ওয়ার্ডে ভর্তি করা হয় । তাঁর সঙ্গে ছিলেন তাঁর ননদ ৷ এরপর রাত 11টার দিকে অভিযুক্ত মদ্যপ ব্যক্তি ওই ওয়ার্ডে আচমকা ঢুকে পড়েন ৷ জানা গিয়েছে, তাঁর নাম বিকাশ সিং ৷ তিনি মহিলাদের প্রসবোত্তর ওয়ার্ডে ঢুকে পড়ে ওই মহিলার গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ । এই ঘটনায় হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে যায় ৷ উপস্থিত কর্মীরাই ধরে ফেলেন অভিযুক্তকে ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন ৷

মহিলা সিএমএস সুমিতা সিনহা বলেছেন যে, রাতে যে গার্ড ওই ওয়ার্ডে মোতায়েন করা ছিল, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । কী করে তাঁর নজর এড়িয়ে অভিযুক্ত ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়ল, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ পৌর এলাকার আধিকারিক এসএন বৈভব জানান, মঙ্গলবার রাতে জেলা মহিলা হাসপাতাল থেকে খবর পাওয়া যায় যে, শাহপুর গদওয়ারের বাসিন্দা বিকাশ সিং নামে এক ব্যক্তি মদ্যপান করে এক রোগীর গায়ের উপর মূত্রত্যাগ করেছেন । এতেই শোরগোল বেঁধে যায় ওই ওয়ার্ডে ৷ এ দিকে, মহিলা মেডিক্যাল সুপারিনটেনডেন্ট সুনিতা সিন্ধা জানিয়েছেন, রাতে ওয়ার্ডে মোতায়েন থাকা গার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন:চলন্ত ট্রেনে বৃদ্ধ বিজ্ঞানী দম্পতির গায়ে মূত্রত্যাগ মদ্যপ যুবকের

ABOUT THE AUTHOR

...view details