বালিয়া (উত্তরপ্রদেশ), 8 নভেম্বর:সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগে ঢুকে পড়ে এক মহিলার গায়ে মূত্রত্যাগ করলেন এক মদ্যপ ব্যক্তি ! যোগীরাজ্যের একটি সরকারি হাসপাতালে এমনই কুৎসিত ঘটনার অভিযোগ উঠেছে ৷ ওই মহিলা আজ নগর থানায় অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ৷
মঙ্গলবার রাতে বালিয়ার জেলা মহিলা হাসপাতালের প্রসবোত্তর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে ৷ বুধবার সকালে নগর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন এক মহিলা ৷ তাঁর অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁকে জেলা মহিলা হাসপাতালের পোস্ট নেটাল ওয়ার্ডে ভর্তি করা হয় । তাঁর সঙ্গে ছিলেন তাঁর ননদ ৷ এরপর রাত 11টার দিকে অভিযুক্ত মদ্যপ ব্যক্তি ওই ওয়ার্ডে আচমকা ঢুকে পড়েন ৷ জানা গিয়েছে, তাঁর নাম বিকাশ সিং ৷ তিনি মহিলাদের প্রসবোত্তর ওয়ার্ডে ঢুকে পড়ে ওই মহিলার গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ । এই ঘটনায় হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে যায় ৷ উপস্থিত কর্মীরাই ধরে ফেলেন অভিযুক্তকে ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন ৷