পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man Turns Wife into Sex Slave: দেনার টাকা শোধ দিতে না-পেরে স্ত্রী'কে যৌনদাসী করল স্বামী, জয়পুরের ঘটনায় চাঞ্চল্য - Jaipur lady raped

রাজস্থানের জয়পুরে স্ত্রীকে যৌন দাসীতে পরিণত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ৷ নির্যাতিতার দাবি পরিবারের সদস্যরাই তাঁকে গণধর্ষণ করেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jul 29, 2023, 10:48 PM IST

Updated : Jul 29, 2023, 10:59 PM IST

জয়পুর, 29 জুলাই: মদ খাওয়ার জন্য আত্মীয়দের থেকে নেওয়া দেড় লক্ষ টাকার ধার মেটাতে না-পেরে নিজের স্ত্রীকে যৌন দাসীতে পরিণত করল স্বামী ৷ শ্বশুরবাড়ির সদস্যদের গণধর্ষণের শিকার হলেন মহিলা ৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজস্থানের রাজধানী জয়পুরের ঝোতওয়াড়া এলাকায় ৷ শনিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ ৷ নির্যাতিতা মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ঝোতওয়াড়া পুলিশ স্টেশনের ইনচার্জ ঘনশ্যাম সিং রাঠৌর জানিয়েছেন, মহিলা অভিযোগপত্রে লিখেছেন, তাঁর স্বামী কোনও কাজ করে না ৷ কিন্তু তার মদের নেশা রয়েছে ৷ রোজই মদ্যপান করে সে ৷ আর এই মদ্যপানের নেশাই এই সর্বনাশ ডেকে এনেছে ৷ মহিলার দাবি, মদ খাওয়ার জন্য আত্মীয়দের থেকে টাকা ধার নেয় তাঁর স্বামী ৷ কিন্তু সেই দেনা আর মেটাতে পারছিল না অভিযুক্ত ব্যক্তি ৷ সে কারণেই মহিলাকে যৌনদাসী হিসেবে পাওনাদার আত্মীয়দের কাছে তুলে দেয় ওই ব্যক্তি ৷ নির্যাতিতার দাবি, এরপরেও বকেয়া না-পাওয়া ওই আত্মীয়রা তাঁকে ধর্ষণ করে ৷ ধর্ষকরা সম্পর্কে তাঁর স্বামীর ভাই হয় বলেও অভিযোগে দাবি করেছেন ওই নির্যাতিতা ৷

আরও পড়ুন: মণিপুরে বিবস্ত্র ভিডিয়ো সংক্রান্ত প্রথম এফআইআর সিবিআইয়ের, ইম্ফলে পৌঁছল 'ইন্ডিয়া'

মহিলার দাবি, মদ খাওয়ার জন্য দেড় লক্ষ টাকার দেনা করে তাঁর স্বামী ৷ বেশ কয়েকদিন ধরে তাঁকে লাগাতার গণধর্ষণ করা হয় বলে অভিযোগ মহিলার ৷ তাঁর দাবি, স্বামী মদ্যপ অবস্থায় জোর করে তাঁকে ওই আত্মীয়দের হাতে তুলে দেয় ৷ জানায়, টাকা শোধ করা যাচ্ছে না, তাই তাঁকেই যৌন দাসী হতে হবে ৷ মহিলার দাবি, অন্য আত্মীয়দের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনেও স্বামী তাঁকে চাপ দিত ৷ তাতে রাজি না-হওয়ায়, স্বামী তাঁকে ওযুধ খাইয়ে অজ্ঞান করে দিত ও ওই আত্মীয়দের হাতে তুলে দিত তাঁকে ধর্ষণ করার জন্য ৷

Last Updated : Jul 29, 2023, 10:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details