হাসান(কর্নাটক), 19 নভেম্বর: বাচ্চাদের সঙ্গে দেখা করতে না-দেওয়ায় রাগে আগুন ধরিয়ে দিলেন বাড়িতে (Man Torches House) ৷ এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কর্নাটক ৷ জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতে অভিযুক্ত ব্যক্তি তাঁর সন্তানদের সঙ্গে দেখা করতে আসেন ৷ কিন্তু স্ত্রী বাধা দেন (Wife refuses to let him meet kids) ৷ এরপরই বাচ্চাদের সমেত বাড়িতে আগুন ধরিয়ে দেন তিনি বলে অভিযোগ স্ত্রী'য়ের ।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাসান জেলার ডোডদাবেকনাহাল্লি গ্রামে । এই ঘটনায় ব্যক্তির স্ত্রী গীতা ও তাঁর সন্তান চিরন্তন (7) এবং নন্দন (5) গুরুতর আহত হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা গিয়েছে, দম্পতির মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল ৷ এমনকী গোরুরু থানার একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা । দম্পতি চার মাস ধরে আলাদা থাকছিলেন ৷ গীতা (Geetha) দুই সন্তানকে নিজের কাছেই রেখেছিলেন । স্বামী রাঙ্গাস্বামী (Rangaswamy) তাঁর সন্তানদের দেখতে যেতেন ৷ তাদের সঙ্গে সময় কাটাতেন ।