গুনা (মধ্যপ্রদেশ) 10 ডিসেম্বর: মধ্যপ্রদেশের গুনা জেলার নৃশংস ঘটনা সামনে এসেছে ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ একটি সারমেয়র বাচ্চাকে মাটিতে আছাড় মেতে পা দিয়ে চিপে মারার ঘটনায় শিহরিত নেটপাড়া ৷ অমানবিক এই ঘটনা দেখে স্তম্ভিত বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহন ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ জানিয়েছেন নিষ্ঠুর এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একব্যক্তি কোনও এক বন্ধ দোকানের কাছে বসে রয়েছেন ৷ তিনি মোবাইলে মগ্ন ছিলেন ৷ সেই সময় দুটি পথ কুকুরের বাচ্চা তার কাছে যায় ৷ একটি বাচ্চাকে প্রথমে হাত দিয়ে সরান ৷ তারপর বাচ্চা কুকুরটি আবার আসলে তাকে শূন্যে তুলে ধরে রাস্তায় আছাড় মারেন ওই ব্যক্তি ৷ সেখানেই ক্ষান্ত থাকেন না তিনি ৷ এরপর উঠে পড়ে বাচ্চা কুকুরটির কাছে এসে তাকে পা দিয়ে পিষে মারে ৷
পুরো ঘটনাটির সিসিটিভি ভিডিয়ো ভাইরাল হতেই সরব নেটপাড়া ৷ অমানবিক এমন ঘটনা দেখে মানুষের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তোলন তাঁরা ৷ পাশাপাশি নিরীহ-অবলা প্রাণীদের ওপর এই রকম অত্যাচারের প্রতিবাদে সরব হন সকলে ৷ এই ভিডিয়োটি বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অবগত করান কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তিনি জানান, এই ভিডিয়ো ভয়ানক ৷ এই বিষয়ে কোনও সন্দেহ নেই এমন বর্বরতাময় ঘটনায় ওই ব্যক্তিকে শাস্তি পেতে হবে ৷
এরপরেই সোশাল মিডিয়ায় জবাব দেন বিদায়ী মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "এই ভিডিয়ো দেখে সত্যিই খারাপ লেগেছে ৷ ন্যায়ের বিচারে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ এই ধরনের বর্বরতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ এই ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিকে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে ৷"এই ঘটনায় রবিবার গুনার রাধাপুর কলোনির বাসিন্দা মৃত্যুঞ্জয় যাদৌনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড করা হয়েছে।