ওয়ারাঙ্গল(তেলেঙ্গানা), 2 নভেম্বর: 30 বছর আগে তাঁর বাবা-মার বিবাহ বিচ্ছেদ হয় (Parents got separated) । দুজনে আলাদা হওয়ার পর বাবার কাছ থেকে ভরণপোষণ পাওয়ার কথা ছিল মায়ের ৷ কিন্তু তিনি তা পাননি ।
তখন ছেলেটি ছোট ছিল এবং সে স্কুলে পড়ত ৷ মায়ের সঙ্গে ভরণপোষণের জন্য একাধিকবার আদালতে যেতে হয়েছে তাকে । কিন্তু কোনও ফল হয়নি । তবে সে মায়ের সঙ্গে লড়াই করা বন্ধ করেনি । এর মধ্যে পেরিয়ে গিয়েছে 30টা বছর ৷ আজ সেই ছেলেই আইনকে পেশা করেছেন । তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন ৷ শুধু তাই নয় মায়ের হয়ে মামলা লড়ে বাবার থেকে ভরণপোষণ দেওয়াতে সফল হয়েছেন তিনি ৷
ঘটনাটি 1971 সালের ৷ রায়পার্থী মন্ডলের সান্নুর গ্রামের বাসিন্দা সুলোচনা (Sulochana) ওয়ারঙ্গল শহরের বাসিন্দা পামু সোমায়ার (Pamu Somayya) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । তাদের দুই ছেলে শরৎ বাবু (Sarath Babu) ও রাজা রবিকিরণ (Raja Ravikiran) । স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত । শেষ পর্যন্ত 1992 সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয় । সুলোচনা তাঁর দুই ছেলেকে নিয়ে বাবা-মায়ের বাড়িতে চলে আসেন ৷ সেখানেই তাঁদের মানুষ করেন ।