দেরাদূন, 24 জুন: দুই কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনের দোওয়াইওয়ালা একালায় ৷ অভিযোগ, জিতেন্দ্র সাহানি নাম এক ব্যক্তি তাঁর 3 ও দেড় বছরের দুই কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দ্বিতীয়বার বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ কিন্তু, দুই সন্তান তার দ্বিতীয় বিয়েতে বাধা হয়ে উঠছিল ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই কারণেই অভিযুক্ত দুই মেয়েকে হত্যা করে জিতেন্দ্র ৷ পুলিশ অভিযুক্ত জিতেন্দ্র সাহানির খোঁজে তল্লাশি শুরু করেছে ৷
দোওয়াইওয়ালা থানার পুলিশ জানিয়েছে, সেখানকার কেশবপুরী এলাকার বাসিন্দা জিতেন্দ্র সাহানি তাঁর দুই কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে ৷ দুই শিশুর দিদা প্রায়ই দুই নাতনির খোঁজখবর নিতে ওই বাড়িতে যেতেন ৷ শুক্রবার সন্ধ্যাবেলায় তিনি তেমনই দুই নাতনির খোঁজ নিতে যান ৷ বাইরে থেকে ডাক দিলে প্রথমে ভিতর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি ৷ এরপর তিনি বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরের ভিতরে গিয়ে তিনি দেখেন দুই শিশু অচৈতন্য অবস্থায় পড়ে আছে ৷
তিনি চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকেন ৷ সকলে এসে পরীক্ষা করে দেখে শিশুদু’টির অসাড় অবস্থায় পড়ে রয়েছে ৷ এরপরেই খবর দেওয়া হয় দোওয়াইওয়ালা থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুদু’টিকে হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ৷