নয়াদিল্লি, 22 জানুয়ারি: সংযুক্ত আরব আমিরশাহী রাজবংশের সরকারি আধিকারিক পরিচয় দিয়ে দিল্লির লীলা প্যালেস হোটেলে চারমাস কাটালেন এক ব্যক্তি ৷ শুধু আয়েশ করেই থাকলেন না, 23 লক্ষ 48 হাজার টাকার বিল না-মিটিয়েই চম্পট দিলেন সেই ব্যক্তি (Man Stays in Delhi Hotel Posing UAE Govt Official) ৷ গত 19 জানুয়ারি অভিযুক্তকে কর্ণাটকের দক্ষিণ কন্নড়ের বাড়ি থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ অভিযুক্তের নাম মহম্মদ শরিফ ৷
দিল্লি পুলিশের তরফে জানা গিয়েছে, গত বছর 1 অগস্ট লীলা প্যালেসে চেক ইন করেন কর্নাটকের দক্ষিণ কন্নড়ের বাসিন্দা মহম্মদ শরিফ ৷ পাঁচতারা এই হোটেলের 427 নম্বর রুমে ছিলেন তিনি ৷ 20 নভেম্বর তিনি হোটেল থেকে চলে যান ৷ কিন্তু, 23 লক্ষ 48 হাজার টাকার বিল না-মিটিয়েই তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন ৷ এমনকি বোতল রাখার রুপোর হোল্ডার এবং একটি মুক্তোর ট্রে-সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে ৷
অভিযুক্ত হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তিনি সংযুক্ত আরব আমিরশাহীর রাজা শেখ ফালাহ বিন জায়েদ আল নাহিয়ানের অফিসের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ৷ এমনকি নিজের একটি ভুয়ো পরিচয়পত্র এবং বিজনেস কার্ড হোটেলে জমা দিয়েছিলেন ৷ ফলে হোটেল কর্তৃপক্ষ এবং কর্মীরা তাঁর উপরে কোনও সন্দেহ করেননি বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷