পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man Killed Son in Kerala : ছেলে ও তাঁর পরিবারকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার বৃদ্ধ - Man Killed Son in Kerala

কেরালায় পারিবারিক অশান্তির জেরে এক বৃদ্ধ তাঁর ছেলে, পুত্রবধূ এবং তাঁদের দুই সন্তানকে পুড়িয়ে মারলেন (Man Sets Fire on Son and His Family in Kerala) ৷ কেরালার ইদুক্কির ঘটনায় বৃদ্ধকে পুলিশ গ্রেফতার করেছে ৷ পেট্রল ঢেলে ঘুমের মধ্যে তাঁদের পুড়িয়ে মারা হয়েছে বলে জানা গিয়েছে ৷ সম্পত্তি বিবাদের জেরে এই ঘটনা বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷

Man Sets Fire on Son and His Family in Kerala
Man Sets Fire on Son and His Family in Kerala

By

Published : Mar 19, 2022, 9:49 AM IST

ইদুক্কি (কেরালা), 19 মার্চ : ছেলে, পুত্রবধূ এবং তাঁদের 2 সন্তানকে আগুনে পুড়িয়ে মারা অভিযোগে গ্রেফতার এক বৃদ্ধ (Man Sets Fire on Son and His Family in Kerala) ৷ কেরালার ইদুক্কি জেলার ঘটনা ৷ পারিবারিক অশান্তির জেরেই হামিদ নামে ওই বৃদ্ধ এই ঘটনা ঘটিয়েছেন বলে ইদুক্কি পুলিশের তরফে জানানো হয়েছে ৷ মৃতেরা হলেন ফইজল, শিবা এবং তাঁদের দুই সন্তান মেহরা (16) এবং আসনা (13) ৷

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ইদুক্কির তোদুপুজাহ জেলার বাসিন্দা হামিদ তাঁর ছেলে এবং পরিবারের গায়ে আগুন ধরিয়ে দেন ৷ সেই সময় তাঁরা সকলে ঘুমচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন হামিদ ৷ অভিযুক্ত বৃদ্ধ অনেক আগে থেকেই তাঁদের মারার পরিকল্পনা করে রেখেছিলেন ৷ আর তাই বাড়িতে পেট্রল মজুত করে রেখেছিলেন ৷ এমনকি বাড়ির জলের ট্যাঙ্কও খালি করে রেখেছিলেন হামিদ ৷ যাতে আগুন ধরানোর পর তাঁদের বাঁচাতে জলের ব্যবহার না করা যায় ৷

আরও পড়ুন : House wife Murder at Dhantala : স্ত্রীর মৃতদেহ চাপা দিয়ে বাথরুম বানিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা স্বামীর

পুলিশ জানিয়েছে, খুনের পর হামিদ কাছাকাছি এক আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছিলেন ৷ সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ জানা গিয়েছে, হামিদ তাঁর ছেলে ফইজলকে 50 শতাংশ জমি দিয়ে দিয়েছিলেন ৷ এমনকি নিজে মানিয়ানকুডিতে গিয়ে বসবাস করছিলেন ৷ কিন্তু, 2018 সালে ফিরে এসে ছেলেকে দেওয়া সেই জমি ফেরত চান ৷ কিন্তু, ফইজল সেই জমি ফেরত দিতে অস্বীকার করেন ৷ যার পরেই হামিদ এবং তাঁর ছেলের মধ্যে সমস্যা তৈরি হয় ৷ গত কয়েকবছর ধরে চলা টানাপোড়েনের জেরে গত শনিবার ভোরে এই ঘটনা ঘটিয়েছেন হামিদ ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details