পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rape Convict Found Hanged: গণধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্তর ঝুলন্ত দেহ উদ্ধার - Death Sentence

Man Serving Death Sentence Found Hang in Pune Jail: গণধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্তের ঝুলন্ত দেহ উদ্ধার হল পুণের ইয়েরওয়াড়া সংশোধনাগারে ৷ রবিবার ওই যুবকের দেহ উদ্ধার করেন কারারক্ষীরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By PTI

Published : Sep 11, 2023, 10:31 AM IST

Updated : Sep 11, 2023, 11:48 AM IST

পুনে, 11 সেপ্টেম্বর: নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় ফাঁসির সাজাপ্রাপ্ত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার কারাগার থেকে ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পুনের ইয়েরওয়াড়া সংশোধনাগারে ৷ পুণের পুলিশ প্রশাসন জানিয়েছে, 2016 সালে মহারাষ্ট্রের কোপারদিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনে মোট তিনজনকে দোষীসাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়ে ছিল দায়রা আদালত ৷ তাদের অন্যতম জিতেন্দ্র বাবুলাল শিন্ডে ৷ রবিবার সকালে সংশোধনাগারের রক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ৷ ইয়েরওয়াড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

পুলিশ জানিয়েছে, কারারক্ষীরা সংশোধনাগারের আবাসিকদের কক্ষ পরীক্ষার সময় 32 বছরের জিতেন্দ্র বাবুলাল শিন্ডের ঝুলন্ত দেহ দেখতে পান ৷ তোয়ালের সাহায্যে ফাঁস দিয়ে কারাগারের লোহার দরজার উপর থেকে ঝুলছিল সে ৷ দ্রুত সংশোধনাগার কর্তৃপক্ষকে খবর দেন কারারক্ষীরা ৷ খবর দেওয়া হয় ইয়েরওয়াড়া থানায় ৷ জিতেন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ফাঁসির সাজাপ্রাপ্ত বন্দির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সংশোধনাগারে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷

জানা গিয়েছে, 2016 সালের জিতেন্দ্র বাবুলাল শিন্ডে এবং তার দুই সঙ্গী সন্তোষ গোরক্ষ ভাওয়াল ও নীতীন গোপীনাথ ভাইলুমকে বছর 15’র এক নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেফতার করা হয় ৷ নারকীয় অত্যাচারে নাবালিকার শরীরে একাধিক ক্ষত তৈরি করেছিল ৷ এমনকী শ্বাসরোধ করে হত্যা করার আগে, নির্যাতিতার হাত-পা ভেঙে দেওয়া হয়েছিল ৷ কোপারদির সেই ঘটনার প্রতিবাদে গণ আন্দোলন শুরু হয় মহারাষ্ট্রে ৷ প্রতিবাদে রাস্তায় নামেন অনেকেই ৷

আরও পড়ুন:মা ও মেয়ের খুনে আসামী 'সাধু'র ফাঁসির সাজা শোনালেন বিচারক

এই ঘটনায় 2017 সালে তিন অভিযুক্তকে ধর্ষণ এবং খুনের মামলায় দোষীসাব্যস্ত করে পুণের দায়রা আদালত ফাঁসির সাজা ঘোষণা করে ৷ রায়ের বিরুদ্ধে অভিযুক্তরা উচ্চ আদালতে আবেদন করে ৷ শুনানি চলাকালীন জিতেন্দ্রর মানসিক চিকিৎসা চলছিল ৷ আর তারই মধ্যে রবিবার তাঁর মৃতদেহ উদ্ধার ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

Last Updated : Sep 11, 2023, 11:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details