পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sexual Assault Case: নাবালিকাকে যৌন নির্যাতন, ডিএনএ পরীক্ষায় দোষী সাব্যস্ত সৎ বাবার 20 বছরের কারাদণ্ড

সৎ মেয়েকে 3 বছর ধরে যৌন নির্যাতন (Sexual Assault) ব্যক্তির ৷ সেই মামলায় 20 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে দোষীকে ৷ ডিএনএ রিপোর্টের মাধ্যমে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৷

Sexual Assault Case
Sexual Assault Case

By

Published : Dec 1, 2022, 4:36 PM IST

মুম্বই, 1 ডিসেম্বর: 2019 থেকে নাবালিকাকে একাধিকবার যৌন নির্যাতন (Sexual Assault) ৷ প্রাথমিকভাবে বিষয়টি জানাজানি না-হলেও 16 বছরের মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে বছর একচল্লিশের সৎ বাবার কুকর্মের বিষয়টি প্রকাশ্যে আসে ৷ এরপরই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । আর সেই মামলায় মুম্বই দায়রা আদালতের একটি বিশেষ পকসো কোর্ট 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দোষী সৎ বাবাকে (Man sentenced to 20 years) ।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৷ যদিও নাবালিকা এবং তার মা ডিএনএ পরীক্ষার বিরোধী ছিলেন ৷ প্রসিকিউশনের মামলাকে সমর্থন করেননি তারা ৷ বিচারক আনিশ খান এই মামলার রায় দিয়েছেন । পুলিশের জমা দেওয়া ডিএনএ রিপোর্টের ভিত্তিতেই আভ্যন্তরীণ বিশেষ আদালতের বিচারক আনিশ খান এই নির্দেশ দেন । ডিএনএ রিপোর্টে স্পষ্ট দেখা গিয়েছে, অভিযুক্ত সৎ বাবাই নাবালিকার গর্ভস্থ ভ্রূণের বাবা ।

উল্লেখ্য, নাবালিকা তাঁর মা-কে 2020 সালের জুনে ঘটনা সম্পর্কে জানায় ৷ তারপরই একটি অভিযোগ দায়ের করা হয়। একটি মেডিক্যাল পরীক্ষায় জানা যায় যে নির্যাতিতা 16 সপ্তাহের গর্ভবতী ৷ পরে গর্ভপাতও করা হয় । নাবালিকা এবং তার মা প্রসিকিউশনকে সমর্থন করেননি ৷ তারা বিচার চলাকালীন হঠাৎ ভোলবদল করে ৷ জবানবন্দিতে নির্যাতিতা এবং তার মা জানান যে, অভিযুক্ত পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ৷ তারা তাকে ক্ষমা করে জেল থেকে মুক্তি দিতে চায় । নির্যাতিতার আইনজীবী গৌরব ভাওয়ানিও ন্যূনতম সাজার আদেশ চেয়েছিলেন ।

আরও পড়ুন:দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার স্কুলের কর্মচারী

তবে স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিস্তম জোশি দাবি করেন, এই অপরাধ গুরুতর এবং এর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত । এরপরেই রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে জমা দেওয়া থেকে আরও বিশ্লেষণ পর্যন্ত প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন হয় ৷ আদালত জানায়, চূড়ান্ত ডিএনএ রিপোর্ট গ্রহণ করতে হবে । নির্যাতিতা স্বীকার করেছে যে মায়ের কাছ থেকে মানসিক চাপের জন্যই সে সৎ বাবাকে জেল থেকে মুক্তি দিতে সম্মতি দেয় ।

ABOUT THE AUTHOR

...view details