মুম্বই, 4 এপ্রিল : সাত বছর আগে মহিলার শারীরিক নিগ্রহের সাজা পেল মুম্বইয়ের এক যুবক (Man Sentenced of Imprisonment for Physical Assault of A Woman) ৷ আদালত কিরণ সুজা হোনাভার নামে বছর 37 এর ওই যুবককে 1 বছরের সশ্রম কারাদণ্ড ও 10 হাজারা টাকা জরিমানার শাস্তি দিয়েছে (One year Imprisonment for Humiliate A Woman) ৷ 2015 সালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস স্টেশনে এক মহিলাকে তাঁর ইচ্ছের বিরুদ্ধে চুম্বন করেছিল কিরণ সুজা হোনাভার ৷
ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস রেল পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাটি 2015 সালের 23 অগাস্টের ৷ এক মহিলা যাত্রী তাঁর বন্ধুর সঙ্গে গোভান্ডি থেকে সিএসটি স্টেশনে আসছিলেন ৷ ট্রেন সিএসটি স্টেশনের 1নং প্ল্যাটফর্মে ঢোকার পর হোনাভার তাঁর ডান গালে চুম্বন করে বলে অভিযোগ ৷ শুধু তাই নয়, তাঁকে হেনস্থাও করা হয় ৷ যার পর ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের রেলওয়ে পুলিশ স্টেশনে অভিযোগ জানান ওই মহিলা ৷ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 354, 354এ (1) ধারায় মামলা রুজু করা হয় ৷ মহিলার জবানবন্দিও নেয় পুলিশ ৷