মেডচাল (তেলেঙ্গানা), 8 মার্চ: স্ত্রীর গায়ে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দিলেন স্বামী ৷ আর তাতে পুড়ে স্ত্রীর মৃত্যু হল ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেডচালে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, থিরুনাগারাই নরেন্দ্র এবং তাঁর স্ত্রী নভ্যা শ্রী দুই মেয়েকে নিয়ে মেডচাল থানা এলাকায় বাস করতেন ৷ গত মাসে পরিবারে সামান্য গোলমাল হয় ৷ এই ছোট ঝামেলা বিশাল আকার ধারণ করে ৷ 18 ফেব্রুয়ারি নরেন্দ্র স্ত্রীর উপর প্রচণ্ড রেগে গিয়ে তাঁর গায়ে স্যানিটাইজার ঢেলে দেন ৷ এরপর স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয় (Husband sets fire wife after pouring sanitiser) ৷
এর মধ্যে, ঘটনাটি চারদিকে মানুষজনের চোখে পড়ে ৷ তারা নভ্যার গায়ে লাগা আগুন নেভানোর চেষ্টা করতে থাকে ৷ অনেক চেষ্টার পর আগুন নিভলেও স্ত্রী গুরুতর ভাবে পুড়ে যান ৷ তাঁর মেয়েরা তাঁকে প্রতিবেশীদের সাহায্যে গান্ধি হাসপাতালে নিয়ে যান ৷ চিকিৎসকেরা তাঁর শুশ্রুষা শুরু করেন ৷ বিগত 20 দিন ধরে হাসপাতালে তাঁর চিকিৎসা চলে ৷ কিন্তু নভ্যার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ মঙ্গলবার হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷