সিমলা, 8 ফেব্রুয়ারি:হিমাচল প্রদেশে ক্রমশ বাড়ছে সাইবার অপরাধের ঘটনা (Cyber Crime in Himachal Pradesh) ৷ এই বিষয়ে মানুষকে সচেতন করতে মাঝেমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালানো হয় ৷ কিন্তু, তাতে বিশেষ লাভ হচ্ছে না ৷ পুলিশের একটি সূত্র বলছে, আসলে লোভের বশবর্তী হয়েই বহু মানুষকে তাঁদের কষ্টার্জিত অর্থ খোয়াতে হচ্ছে ৷ রাজ্যে এই ধরনের সর্বশেষ ঘটনাটি ঘটেছে চাম্বায় ৷ সেখানকার এক বাসিন্দাকে লটারি জিতিয়ে কোটি কোটি টাকা পাইয়ের দেওয়ার টোপ দেওয়া হয়েছিল ৷ সেই ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাতে হয়েছে তাঁকে ৷ সাইবার অপরাধীরা তাঁর সারা জীবনের সঞ্চয়, 72 লক্ষ টাকা গায়েব করে দিয়েছে (Man Lost Rs 72 Lakh by Cyber Fraud Gang) !
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ওই ব্যক্তির নাম মালি ছাঙ্গা রাম ৷ চাম্বার বাসিন্দা মালিকে 2 কোটি 50 লক্ষ টাকা পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল ৷ মোবাইলে মেসেজিংয়ের মাধ্যমে তাঁকে ফাঁদে ফেলে প্রতারকরা ৷ মালিকে বলা হয়, তিনি একটি লটারি জিতেছেন ৷ যার পুরস্কারমূল্য 2 কোটি 50 লক্ষ টাকা ৷ তবে, এই টাকা পেতে তাঁকে একটি ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা আগে জমা দিতে হবে ৷ মালি একথা বিশ্বাস করে নেন ৷ এবং প্রতারকদের কথা মতো টানা তিনমাস সংশ্লিষ্ট অ্য়াকাউন্টে প্রায় 200 বার টাকা পাঠান তিনি !