রতলাম (মধ্যপ্রদেশ), 22 জানুয়ারি: মধ্যপ্রদেশ রতলামে তিনটি পচাগলা দেহ উদ্ধার হয়েছে ৷ রবিবার রতলামের বিন্দবাসিনী আম্রপালি কলোনির একটি বাড়ির পিছন থেকে এক মহিলা এবং তাঁর 2 সন্তানের দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ অভিযোগ 2 মাস আগে মহিলার স্বামী সোনু তালওয়াড়ে ওই তিনজনকে খুন করে বাড়ির পিছনে পুঁতে দিয়েছিলেন (Man Kills Wife and Two Kids in Ratlam) ৷ মৃত মহিলা অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী ৷ পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরে অভিযুক্ত ব্যক্তি তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে খুন করেছেন ৷
পুলিশ সূত্রে খবর, প্রতিবেশীদের প্রথম এ বিষয়ে সন্দেহ হয় ৷ গত 2 মাস ধরে তাঁদের দেখতে না পেয়ে প্রতিবেশীরাই পুলিশে খবর দেন ৷ পুলিশ ওই বাড়িতে গিয়ে রেলকর্মী সোনু তালওয়াড়েকে জিজ্ঞাসাবাদ করে ৷ জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে সোনু স্বীকার করেছেন, তিনিই স্ত্রী এবং 2 সন্তানকে খুন করে বাড়ির পিছনে মাটিতে পুঁতে দিয়েছেন ৷ এমনকী স্ত্রী এবং সন্তানদের খুনের পর তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন বলে পুলিশকে জানিয়েছে প্রতিবেশীরা ৷