পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man Kills Father: স্বাস্থ্য বিমার টাকা হাতাতে বাবাকে খুন করে দুর্ঘটনার গল্প ফাঁদল তেলেঙ্গানার যুবক - বাবাকে খুন করে দুর্ঘটনার গল্প ফাঁদল যুবক

বাবার বিমায় নমিনি হিসাবে নাম ছিল ছেলের ৷ সেই টাকা হাতানোর জন্য বাবাকে খুন ব্যক্তির (Man Kills Father for Insurance Money) ৷ 50 লক্ষ বিমার টাকা (Rs 50 lakh health insurance) দাবি করার জন্য তারপর তাঁর দুর্ঘটনার নাটক ফাঁদে সেই গুণধর ছেলে ৷

Man Kills Father
বাবাকে খুন ব্যক্তির

By

Published : Mar 29, 2023, 9:55 PM IST

কোদাঙ্গাল (তেলেঙ্গানা), 29 মার্চ: 68 বছর বয়সি বাবাকে হত্যা, তারপর দুর্ঘটনার নাটক সাজিয়ে তাঁর বিমার টাকা হাতানোর চেষ্টার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ভিকারাবাদ জেলার কোন্ডাঙ্গালে ৷ বুধবার এই দুঃসাহসিক ঘটনাটি সামনে এসেছে ৷ নিহতের বড় ছেলে রবি নায়ক একটি অভিযোগ দায়ের করেছেন তাঁর ছোট ভাই শ্রীনিবাসের বিরুদ্ধে ৷ রবি নায়কের অভিযোগ, অর্থের লোভে বাবাকে হত্যা করেছে তাঁর ভাই। পুলিশ শ্রীনিবাসের বিরুদ্ধে মামলা করেছে এবং বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করছে ।

জানা গিয়েছে, মৃতের নাম রাঠোর ধানসিং (Rathod Dhansingh)। শ্রীনিবাস তাঁর বাবার 50 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পলিসিতে নমিনি হিসেবে নিজেকে রেখেছিলেন (Man kills father for Rs 50 lakh insurance money)। পুলিশ সূত্রে খবর, গত তিনদিন ধরে বাবাকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন শ্রীনিবাস। মঙ্গলবার সকালে তিনি তাঁর বাবাকে বাইকে করে তন্দুরে নিয়ে যাবেন বলে রাজি করান। সেখানে যাওয়ার পথে শ্রীনিবাস তাঁর বাবাকে খুন করেন ৷ এরপর তিনি বিমার টাকা দাবি করার জন্য দুর্ঘটনায় বাবার মৃত্যুর নাটক ফাঁদেন বলে অভিযোগ ।

শ্রীনিবাস পুলিশকে জানান, তাঁর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা মারে ৷ ফলে তাঁর বাবার মৃত্যু হয়েছে । যদিও পুলিশ তাঁর কথা বিশ্বাস করেনি ৷ তাঁকে সন্দেহের তালিকায় রেখে তদন্তও শুরু হয়। তদন্তে শ্রীনিবাস টাকার জন্য বাবাকে খুন করার কথা স্বীকার করে। পুলিশ তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে ৷ তবে এই ঘটনা প্রথম নয় ৷ চলতি মাসের শুরুর দিকে আমেদাবাদ পুলিশ এক যুবককে তাঁর বাবাকে হত্যা করার জন্য গ্রেফতার করেছিল ৷ পরে তিনি অপরাধ স্বীকার করে নেন। অভিযুক্ত দাবি করেন তাঁর স্ত্রীর সঙ্গে বাবার অবৈধ সম্পর্ক ছিল। দুর্ঘটনায় আহত যুবকের বাবা ভারত খোরদিয়াকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ।

আরও পড়ুন:বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকা ও নিজের গায়ে আগুন যুবকের

ABOUT THE AUTHOR

...view details