আলিগড়, 29 নভেম্বর : 200 টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে গুলি করে খুন । উত্তরপ্রদেশের আলিগড়ের ঘটনা ।
200 টাকা ধার না দেওয়ায় গুলি করে খুন
অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ । ঘটনার পর সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত ।
পুলিশ সূত্রে খবর, আনসার আহমেদ (30) নামে এক ব্যক্তির টায়ার সারানোর দোকান ছিল । সিভিল লাইন থানার অধীনে শামশেদ মার্কেটে দোকানটি । শনিবার তাঁর কাছে বাইক চায় আসিফ নামে এক ব্যক্তি । তাতে রাজি হননি আনসার । ওইদিনই ফের আনসারের কাছে 200 টাকা ধার চায় আসিফ । তাতেও রাজি না হলে আসিফ নিজের পকেট থেকে পিস্তল বার করে আনসারকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ । কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে । ঘটনাস্থানেই মৃত্যু হয় আনসারের । তাঁর দোকানের সামনে রাখা বাইক নিয়ে চম্পট দেয় অভিযুক্ত ব্যক্তি । পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে ।