নয়াদিল্লি, 24 এপ্রিল: নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে এক সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল এক ভারতীয় যাত্রীর বিরুদ্ধে ৷ অভিযুক্ত ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গিয়েছে ৷ রবিবার রাতে আমেরিকান এয়ারলাইন্সের বিমানে এই কাণ্ড ঘটে বলে জানা গিয়েছে ৷ বিমনটি দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রবিবার রাতেই অভিযুক্ত ব্যক্তিকে প্রথমে আটক করে সিআইএসএফ ৷ পরে তাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷
বিমান কর্মীদের দাবি, মদ্যপ অবস্থায় ছিলেন ওই ব্যক্তি ৷ ফলে এক সহযাত্রীর সঙ্গে বিবাদের সময় নেশার ঘোরেই ওই কাণ্ড ঘটিয়ে ফেলেন ওই ব্যক্তি ৷ নিউইয়র্ক থেকে দিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের এএ 292 বিমানে রবিবার এই নক্কারজনককাণ্ড ঘটে বলে জানা গিয়েছে ৷ রবিবার মাঝ আকাশে ওই ঘটনা ঘটার পরেই বিষয়টি দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায় ওই বিমানসংস্থাটি ৷ বিমান অবতরণের পর ওই দুই যাত্রীকেই দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ পরে ওই অপরযাত্রী অভিযুক্তের নামে পুলিশের কাছে একটি এফআইআর'ও দায়ের করেন ৷
উল্লেখ্য, বিমানের মধ্যে সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার আরও বেশকয়েকটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে ৷ গত বছর 26 নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে এরকমই এক কাণ্ড ঘটেছিল ৷ সেখানে এক মদ্যপের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল 70 বছর বয়সি এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেওয়ার ৷ যদিও বিষয়টি জানাজানি হয় চলতি বছরের জানুয়ারি মাসে ৷ পরে অভিযুক্ত ব্যক্তিকে পরে গ্রেফতার করে পুলিশ ৷ একমাসের জন্য ওই ব্যক্তির বিমানে ওঠার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে এয়ার ইন্ডিয়া ৷
আরও পড়ুন: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব মদ্যপ ছাত্রের, কড়া পদক্ষেপ উড়ান সংস্থার
গত বছর 6 ডিসেম্বর এরকমই এক কাণ্ড ঘটেছিল এয়ার ইন্ডিয়ার প্যারিস থেকে নয়াদিল্লিগামী বিমানেও ৷ সেখানে এক মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ এছাড়াও, গত মাসেও নিউইয়র্ক থেকে দিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের আরেকটি বিমানে এরকমই ঘটনা ঘটে ৷ অভিযোগ, ঘুমন্ত অবস্থায় সহযাত্রীর গায়ের উপরেই প্রস্রাব করে দিয়েছিলেন এক ছাত্র ৷ তবে ছাত্রটি তার কৃতকর্মের মধ্যে ক্ষমাও চেয়ে নেয় ৷