নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: কয়েক কোটি টাকার মাদক ধরা পড়ল মুম্বই বিমানবন্দরে ৷ বুধবার ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক ব্যক্তিতে হাতেনাতে পাকড়াও করে ডিআরআই বা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্সের আধিকারিকরা ৷ তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে । সূত্রের খবর, ওই বিমানযাত্রীর কাছ থেকে 3 হাজার 360 গ্রাম কোকেন পাওয়া গিয়েছে (Huge Quantity of Cocaine Recovered from Mumbai Airport ) ৷ যার আনুমানিক বাজারদর 33 কোটি 60 লক্ষ টাকা ৷
ডিআরআই আধিকারিক জানান, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে আফ্রিকার ইথিওপিয়ার অ্যাডিস আবাবা থেকে এক নাগরিক ইথিওপিয়ান এয়ারলায়েন্স ফ্লাইটে আসছেন ৷ তিনি মুম্বইয়ে নামবেন ৷ তাঁর কাছে মাদক জাতীয় দ্রব্য থাকতে পারে ৷ খবর অনুযায়ী ডিআরআই ওই ব্যক্তির তল্লাশি চালানো হয় এবং তাঁর কাছে কয়েক হাজার গ্রাম কোকেন মেলে ৷