পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Car Drags Man in Delhi: চলন্ত গাড়ির বনেটে ঝুলছেন ব্যক্তি, আটক অভিযুক্ত চালক - চলন্ত গাড়ির বনেটে ঝুলন্ত ব্যক্তি

চলন্ত গাড়ির বনেটে ঝুলছেন এক ব্যক্তি ৷ আর ওই অবস্থায় তাঁকে প্রায় 3 কিলোমিটার টেনে নিয়ে গেলেন গাড়ির চালক ৷ এমনই অভিযোগ উঠেছে দিল্লিতে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Car Drags Man in Delhi ETV BHARAT
Car Drags Man in Delhi

By

Published : May 1, 2023, 10:11 AM IST

Updated : May 1, 2023, 11:01 AM IST

দিল্লির রাস্তায় চলন্ত গাড়ির বনেট থেকে ঝুলছেন ব্যক্তি

নয়াদিল্লি, 1 মে: গাড়ির বনেটে ঝুলছেন এক ব্যক্তি ৷ আর গাড়ি ছুটছে তীব্র গতিতে ৷ এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী রাজধানী ৷ পাশের গাড়ির সওয়ারি সেই ভিডিয়োটি করেছেন ৷ ভিডিয়োর সত্যতা অবশ্য ইটিভি ভারত যাচাই করেনি ৷ রবিবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির আশ্রম চক থেকে নিজামুদ্দিন দরগা যাওয়ার রাস্তায় ৷

অভিযোগ, গাড়ির বনেটে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তিকে প্রায় 3 কিলোমিটার টেনে নিয়ে গিয়েছেন চালক ৷ নজরে আসতে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে ৷ গাড়ির চালক এবং বনেটে ঝুলন্ত ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷ আক্রান্ত ব্যক্তির নাম চেতন এবং অভিযুক্ত গাড়ির চালক রামচন্দ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

সংবাদ সংস্থা এএনআই-কে চেতন জানিয়েছেন, তিনিও পেশায় গাড়ি চালক । এক যাত্রীকে নামিয়ে তিনি ফিরছিলেন ৷ কিন্তু, আশ্রম চকের কাছে অভিযুক্ত গাড়ির চালক তাঁর গাড়িতে 3 বার ধাক্কা মারেন ৷ এর পর তিনি নিজের গাড়ি থেকে বেরিয়ে আসেন । অন্য গাড়িটির সামনে দাঁড়িয়ে পড়েন ৷ কিন্তু, অভিযুক্ত চালক তারপরও গাড়ি থামেননি ৷ তিনি চেতন নামে ওই ব্যক্তির উপর গাড়ি চালিয়ে দেন ৷ ফলে তিনি গাড়ির বনেটে ঝুলে পড়েন ৷ চেতনের আরও অভিযোগ অভিযুক্ত গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন ৷

অভিযোগ একাধিকবার রামচন্দকে গাড়ি থামানোর জন্য বললেও, তিনি কোনও কথা শোনেননি ৷ আশ্রম চক থেকে নিজামুদ্দিন দরগা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা চেতনকে বনেটের উপরে ঝুলন্ত অবস্থায় নিয়ে যান অভিযুক্ত ৷ মাঝে বিষয়টি পুলিশের টহলদারি ভ্যানের নজরে আসলে, তারা গাড়িটিকে ধাওয়া করে ৷ পুলিশ ধাওয়া করার বেশ খানিক পরে গাড়ি থামান রামচন্দ ৷ আর এই পুরো ঘটনাটি রাস্তায় থাকা পাশের একটি গাড়ি থেকে ভিডিয়ো করা হয়েছে ৷

আরও পড়ুন:সংঘর্ষের পর স্কুটারচালককে 350 মিটার টেনে যায় গাড়ি, কেশবপুরমের ঘটনায় নয়া তথ্য

তবে, অভিযুক্ত রামচন্দ পুলিশকে জানিয়েছেন, তিনি অন্য কোনও গাড়িতে ধাক্কা মারেনি ৷ উলটে চেতন ইচ্ছে করে তাঁর গাড়ির বনেটের উপরে ঝাঁপ দেন ৷ তিনি একাধিকবার তাঁকে সরে যাওয়ার অনুরোধ করলেও, চেতন তাঁর কথা শোনেননি ৷ পুরো ঘটনায় ব্যক্তিকে ধাক্কা মারা এবং টেনে নিয়ে যাওয়ার মামলা সামনে আসছে ৷

পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ৷ আশ্রম চক এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ এই ঘটনায় ফের একবার দিল্লির কাঞ্ঝাওয়ালার স্মৃতি উস্কে দিল ৷ যেখানে 20 বছরের অঞ্জলি সিংয়ের স্কুটিতে একটি গাড়ি ধাক্কা মারে এবং তাঁকে গাড়ির চাকায় 12 কিলোমিটার পথ টেনে হিঁচড়ে নিয়ে যায় ৷ এরপর দেশের একাধিক প্রান্তে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

Last Updated : May 1, 2023, 11:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details