ইদুক্কি(কেরল), 9 নভেম্বর: পারিবারিক অশান্তির জের ৷ শ্বশুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে কেরলের ইদুক্কি জেলার নেদুমকান্দামে ৷ মৃতের নাম টমি ৷ তিনি নেদুমকান্দাম কাভুনথির বাসিন্দা ৷ অভিযুক্তের নাম জোবিন ৷ তিনি মাভাদির বাসিন্দা ৷ জোবিন স্ত্রী টিন্টুকেও ছুরিকাঘাত করে বলেও অভিযোগ । তিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে ইদুক্কি মেডিক্যাল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন । পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷
জানা গিয়েছে, বুধবার রাত 11টা নাগাদ এই হত্যাকাণ্ড ৷ জোবিন রাতে শ্বশুর বাড়িতে আসেন ৷ অভিযোগ, এরপর টমির বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে সব জানালা ভেঙে ভয়ের পরিবেশ সৃষ্টি করেন তিনি । সেখানে থাকা অটোরিকশাগুলিকেও ভাঙচুর চালোনো হয় ৷ অভিযুক্ত ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে এলাকাবাসীর দাবি ৷ সেই অবস্থায় এরপর অভিযুক্ত ঘরে ঢুকে শ্বশুর টমিকে কুপিয়ে খুন করেন এবং স্ত্রীও সেসময় সেখানেই উপস্থিত ছিলেন ৷