জেহানাবাদ, 1 ডিসেম্বর: উপাস্য দেবতার কাছে পৌঁছতে পাহাড় কেটে সিঁড়ি (Mountain Stairs) তৈরি করলেন এক ব্যক্তি ৷ শুধুমাত্র ছেনি আর হাতুড়ি দিয়ে পাহাড় কেটে দেড় হাজার (1500) ফুট উঁচু সিঁড়ি তৈরি করেছেন বিহারের (Bihar) জেহানাবাদের (Jehanabad) বাসিন্দা গনৌরি পাসওয়ান (50) ৷ এই কাজের তাঁর পুরো পরিবার তাঁকে সহযোগিতা করেছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুলাসগঞ্জ থানা এলাকার জারু বনওয়ারিয়া গ্রামের কাছে একটি উঁচু পাহাড়ে অবস্থিত বাবা যোগেশ্বরনাথের মন্দির ৷ কিন্তু, সেই মন্দিরে ওঠার কোনও সিঁড়ি ছিল না ৷ বদলে পাহাড়ের বিপজ্জনক ঢাল বেয়ে উপরে উঠতে হত পুণ্য়ার্থীদের ৷ এই সমস্যা মেটাতেই পাহাড়ের নীচ থেকে উপরের মন্দির পর্যন্ত সিঁড়ি বানিয়েছেন গনৌরি ও তাঁর পরিবারের বাকি সদস্যরা ৷
সারা বিশ্ব দশরথ মাঝিকে চেনে ৷ তিনি হলেন সেই ব্যক্তি, যিনি আস্ত একটি পাহাড় কেটে স্ত্রী'র জন্য পথ তৈরি করেছিলেন ৷ তাঁর পদাঙ্ক অনুসরণ করেই গনৌরি মন্দিরে পৌঁছনোর সিঁড়ি তৈরি করেছেন বলে দাবি করেছেন ৷ গত আট বছর ধরে এই কাজ করছেন তিনি ৷ সব মিলিয়ে তৈরি করেছেন অন্তত 400টি ধাপ ৷ এর জন্য দিনরাত পরিশ্রম করতে হয়েছে তাঁকে ৷