নয়াদিল্লি, 19 মার্চ:চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী দিল্লির রাস্তা ৷ ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি এক যুবতীর শার্টের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে ৷ এমনকী তাঁকে জোর করে দিল্লির ব্যস্ত রাস্তায় অপেক্ষারত উবার ক্যাবের ভিতরে বসানোর চেষ্টা করছে (Man drags woman to Uber cab)। শেষমেশ মহিলাকে মারুতি ওয়াগন আর গাড়িতে তুলতে দেখা গিয়েছে । ভিডিয়োতে আরেকজনকেও দেখা যাচ্ছে ৷ এক দিক থেকে মেয়েটিকে ছেলেটি তুলছে, অন্যদিকের গাড়ির দরজায় দাঁড়িয়ে রয়েছে ওই ব্যক্তি । ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি।
তবে দ্বিতীয় ব্যক্তিকে নীরব দর্শকের ভূমিকাতেই দেখা গিয়েছে ভিডিয়োতে ৷ ওই ব্যক্তি গোটা ঘটনা কেবল দাঁড়িয়ে দেখল। প্রথমে যুবতীকে টেনে ভেতরে ড্রাইভারের পাশের যাত্রীর আসনে বসানো হয় । এরপর ওই ব্যক্তি অন্য দরজায় চলে যায় এবং যেখান থেকে মহিলাটিকে টেনে নিয়ে গিয়ে তার পাশে বসায় (Woman assaulted on busy Delhi road) । জানা গিয়েছে, শনিবার রাতে ভিডিয়োটি তোলা হয়েছে দিল্লির মঙ্গোলপুরি ফ্লাইওভারে (Mangolpuri flyover) ।