নয়ডা, 20 জুলাই: আবারও গাড়ির বনেটে এক ব্যক্তিকে অনেক দূর টেনে নিয়ে গেলেন এক চালক ৷ নয়ডার এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ খুন করার উদ্দেশ্যেই ওই যুবকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন ব্রেজা গাড়ির চালক ৷ যুবক বনেটের উপর আছড়ে পড়লে, তাঁকে ওই অবস্থাতেই বেশ খানিকটা টেনে নিয়ে যান চালক ৷ পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে ৷ গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷
ভাইরাল ভিডিয়ো: নয়ডার ফেজ 3 এলাকার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ব্রেজা গাড়ির চালক রাস্তায় এক যুবককে গাড়ি দিয়ে ধাক্কা মারেন ৷ যুবকটি গিয়ে পড়েন গাড়ির বনেটের উপর ৷ ভিডিয়োয় পরিষ্কার দেখা গিয়েছে যে, ওই অবস্থাতেই তাঁকে অনেক দূর টেনে নিয়ে যান গাড়ির চালক ৷ ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই পুলিশের নজরে আসে এবং সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুলিশ ৷ ভিডিয়ো থেকে গাড়ির নম্বর পাওয়ায় সেই নম্বরের ভিত্তিতে অভিযুক্ত চালককে শনাক্ত করা হয় । গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি ৷ চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে ।