নয়াদিল্লি, 1 মে: ফের দুর্ঘটনার পর গাড়িতে এক ব্যক্তিকে প্রায় 500 মিটার টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল ৷ এবারও ঘটনাস্থল দিল্লি ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটে মধ্য দিল্লির কস্তুরবা গান্ধি মার্গে ৷ পুলিশ জানিয়েছে, একটি গাড়ি একটি বাইককে ধাক্কা দেয় । এর জেরে বাইক আরোহী গাড়ির বনেটের উপর পড়ে যান এবং অভিযুক্ত চালক যুবককে প্রায় 500 মিটার টেনে নিয়ে যেতে থাকেন ।
দীপাংশু ভার্মা নামে 30 বছর বয়সী এক যুবক এই দুর্ঘটনায় মারা যান ৷ মুকুল ভার্মা নামে 20 বছর বয়সী এক তরুণ আহত হয়েছেন এই দুর্ঘটনায় ৷ আহত মুকুন্দ ভার্মাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । তিনি আপাতত সেখানেই চিকিৎসাধীন ৷ তাঁর শারীরিক পরিস্থিতি এখনও স্থিতিশীল নয় বলে হাসপাতাল থেকে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার পর পুলিশ গাড়ির চালককে আটক করেছে । চালকের নাম হরনীত সিং চাওলা ।
একটি সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে সংশ্লিষ্ট গাড়িটি বিহারের লোক জনশক্তি পার্টির সাংসদ চন্দন সিংয়ের । চন্দন সিং গাড়িতে ছিলেন কি না, তা নিয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি ৷ পুলিশ জানিয়েছে, মৃত দীপাংশু গান্ধি নগরের ধরমপুরা এক্সটেনশনে থাকতেন ৷ আহত মুকুল ভার্মা দিল্লির চন্দন নগরে থাকেন । পুলিশ মামলা নথিভুক্ত করে আরও তদন্ত শুরু করেছে ।