ধারওয়াড়(কর্ণাটক), 2 ফেব্রুয়ারি: পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তি তার তিন সন্তান এবং স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে খুন করার চেষ্টা করে ৷ তাতে প্রাণ যায় তিন শিশুর । আত্মঘাতী হন ওই ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে ধারাওয়াদ জেলার হুবলি তালুকের সুল্লা গ্রামে । পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি চারজনকেই আঘাত করে । রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তিন সন্তান এবং স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তিন শিশু হাসপাতালেই মারা যায় এবং স্ত্রীর অবস্থা আশংকাজনক । আত্মঘাতী ব্যক্তির নাম ফকিরাপ্পা ।
জানা গিয়েছে,এই ঘটনায় 8 ও 6 বছরের দুই মেয়ে ও 4 বছরের ছেলে নিহত হয়েছে । ফকিরাপ্পার স্ত্রী মুদাকাভা হুবলির কিমস হাসপাতালে চিকিৎসাধীন । হামলার পর আত্মহত্যা করেন ফকিরাপ্পা (Man died by suicide after killing three children) । ধারওয়াড়ের এসপি লোকেশ জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে । তাতেই আসল তথ্য উঠে আসবে ৷ হুবলি গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ সূত্রের খবর, ফকিরাপ্পার বিরুদ্ধে আগে কোনও ফৌজদারি মামলা নেই । পেশায় ছিলেন নির্মাণ শ্রমিক । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক বিবাদ ছিল । এসপি আরও জানান, পারিবারিক সমস্যার কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ ৷