পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man Died Eating Wheat: ভেজাল আটার বলি এক, হাসপাতালে 300-র বেশি - নবরাত্রি পূণ্য়ার্থী বিষাক্ত ভেজাল আটাই খেয়েছিল

ভেজাল আটা খেয়ে মৃত্যু (Man Died Eating Wheat)। নবরাত্রির প্রথম দিন কয়েক'শো পূণ্য়ার্থী এই বিষাক্ত ও ভেজাল আটাই খেয়েছিল। সেই আটা খেয়েই অসুস্থ হয়ে পড়েন অনেকে ৷

Etv Bharat
ভেজাল আটা খেয়ে মৃত্যু

By

Published : Mar 25, 2023, 11:08 PM IST

সোনিপত, 25 মার্চ: ভেজাল আটা খেয়ে মৃত্যু হল এক জনের (Man Died Eating Wheat)। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি কয়েক'শো মানুষ ৷ জানা গিয়েছে, মৃত ব্যক্তি রাজেশ কাশ্য়প সোনিপতের আহমেদপুরের বাসিন্দা ৷ নবরাত্রির মরশুমে পূণ্য়ার্থীদের মধ্য়ে 'কুট্টু' আটা খাওয়ার প্রচলিত রীতি আছে এসব অঞ্চলে ৷ স্থানীয় মানুষের ধারণা, নবরাত্রির প্রথম দিন কয়েক'শো পূণ্য়ার্থী এই বিষাক্ত ও ভেজাল আটাই খেয়েছিল। সেই আটা খেয়েই অসুস্থ হয়ে পড়েন অনেকে ৷ যার জেরে মৃত্য়ুও হল একজনের ৷

রাজেশের পরিবারের অভিযোগ, ওই আটা খাওয়ার ফলে স্বাস্থ্যের অবনতি হয়েছিল তাঁর ৷ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের জন্য় দেহ সোনিপত সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোনিপতে নবরাত্রির প্রথম দিনেই কুট্টু আটা খাওয়ার কারণে কয়েক'শো লোকের দ্রুত স্বাস্থ্যের অবনতি হয় ৷ যার জেরে সোনিপত স্বাস্থ্য দফতর এবং রাজ্য়ের মুখ্যমন্ত্রীর 'ফ্লাইং স্কোয়াড' যৌথভাবে তড়িঘড়ি এই গোটা ঘটনার তদন্তে নামে ৷ জেলায় ব্য়াপক তল্লাশি অভিযানও চালানো হয়। এদিন আবারও সোনিপতে ভেজাল আটা নিয়ে গোল বাঁধে ৷ এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির এদিন মৃত্য়ু হয় ৷ পরিবারের অভিযোগ, ওই ভেজাল আটা খাওয়ার জেরেই মারা যান রাজেশ ৷ দেহ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃতের আত্মীয়রা অভিযোগ করেন, মৃত রাজেশ কাশ্যপ প্রথম নবরাত্রির উপবাসের সময় এই আটাই খেয়েছিলেন। যদিও রাজেশের মৃত্য়ুর কারণ নিয়ে কোনও মন্তব্য় করতে চাননি পুলিশ আধিকারীকরা ৷ স্থানীয় থানার অফিসারেরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে রাজেশের মৃত্যুর প্রকৃত কারণ কী।

আরও পড়ুন:'আমি সাভারকার নই ! গান্ধি কখনও ক্ষমা চায় না',পালটা আক্রমণে রাহুল

হরিয়ানার পাশাপাশি, অনেক রাজ্যেই, নবরাত্রির সময় এই আটা খাওয়ার রেওয়াজ আছে ৷ বিশেষত উত্তর ভারতে এই আটা খাওয়ার চল বেশি ৷ সূত্রের খবর, ভেজাল আটার জেরে এই সময়ে অসুস্থ হওয়ার সংখ্যাও ক্রমাগত বাড়ছে।

ABOUT THE AUTHOR

...view details