পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফুল ছিঁড়েছে পড়ুয়ারা, 'অপরাধে' অঙ্গনওয়াড়ি কর্মীর নাক কেটে নিল বাড়ির মালিক - Anganwadi Worker Nose

Man cut off Anganwadi Worker Nose: খেলতে খেলতে ভুলবশত একটি বাড়ির বাগান থেকে ফুল ছিঁড়ে নিয়েছিল পড়ুয়ারা ৷ সেই অপরাধে অঙ্গনওয়াড়ি কর্মীর নাক কেটে নিল বাড়ির মালিক ৷ নৃশংস ঘটনাটি কর্ণাটকের ৷

Man cut off Anganwadi Worker Nose
অঙ্গনওয়াড়ি কর্মীর নাক কেটে নিল বাড়ির মালিক

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 4:59 PM IST

বেলগাভি (কর্ণাটক), 3 জানুয়ারি: অঙ্গনওয়াড়িতে পড়তে এসে পাশের বাড়ির বাগান থেকে জুঁই ফুল ছিঁড়েছিল শিশুরা ৷ সেটাই ছিল তাদের অপরাধ ৷ সেই অপরাধের শাস্তিস্বরূপ অঙ্গনওয়াড়ি কর্মীর নাক কেটে নিল ওই বাড়ির মালিক ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলগাভি জেলার বসুরথ গ্রামে ৷ আজ ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ আহত অঙ্গনওয়াড়ি কর্মীর নাম সুগন্ধা মোর ৷ বয়স 50 বছর ৷ সোমবার গুরুতর আহত অবস্থায় বেলাগাভি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ৷ তবে অবস্থা আশংকাজনক ৷

অন্যদিকে অভিযুক্ত বাড়ির মালিকের নাম কল্যাণী মোর বলে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, শিশুরা প্রত্যেকদিনের মতো নববর্ষেও পড়তে এসেছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৷ অবুঝ শিশুরা বুঝতে পারেনি ৷ পড়ার মাঝেই খেলার ছলে পাশের বাড়ির সামনে ফুটে থাকা ফুল ছিঁড়ে ফেলেছিল পড়ুয়ারা ৷ সেটা ভালো চোখে দেখেনি ওই বাড়ির মালিক ৷ এরপরেই বাড়ির মালিক অঙ্গনওয়াড়ি কর্মীকে মৌখিকভাবে গালিগালাজ করেন এবং পরে লাঠি দিয়ে তাঁকে মারাত্মকভাবে আক্রমণ করে বলে অভিযোগ । যার ফলে ওই কর্মীর নাক কেটে যায় এবং গুরুতর আহন হন তিনি ।

জানা গিয়েছে, নাক কাটার কারণে ফুসফুসে রক্তক্ষরণ হওয়ায় মহিলার অবস্থা আশংকাজনক হয়ে পড়ে । সুগন্ধা নিম্নমধ্যবিত্ত বাড়ির বধূ ৷ তাঁর স্বামী বিশেষভাবে সক্ষম ৷ অঙ্গনওয়াড়িতে কাজ করেই তিনি পরিবারের দেখভাল করেন । পরিবারে রোজগার বলতে তাঁর উপর সবাই নির্ভরশীল ৷ এই পরিস্থিতি প্রাণঘাতী হামলার শিকার হলেন তিনি ৷ কাকতি থানায় এই ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. পানীয় জল ও বিদ্যুৎহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভেঙে পড়েছে ছাউনি, আতঙ্কে স্থানীয়রা
  2. অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদের চাঙড় ভেঙে পা ভাঙল খুদে পড়ুয়ার
  3. সাপ-ব্যাঙের স্বর্গরাজ্য, 80-রও বেশি পড়ুয়া থাকলেও জরাজীর্ণ অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের

ABOUT THE AUTHOR

...view details