বেলগাভি (কর্ণাটক), 3 জানুয়ারি: অঙ্গনওয়াড়িতে পড়তে এসে পাশের বাড়ির বাগান থেকে জুঁই ফুল ছিঁড়েছিল শিশুরা ৷ সেটাই ছিল তাদের অপরাধ ৷ সেই অপরাধের শাস্তিস্বরূপ অঙ্গনওয়াড়ি কর্মীর নাক কেটে নিল ওই বাড়ির মালিক ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলগাভি জেলার বসুরথ গ্রামে ৷ আজ ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ আহত অঙ্গনওয়াড়ি কর্মীর নাম সুগন্ধা মোর ৷ বয়স 50 বছর ৷ সোমবার গুরুতর আহত অবস্থায় বেলাগাভি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ৷ তবে অবস্থা আশংকাজনক ৷
অন্যদিকে অভিযুক্ত বাড়ির মালিকের নাম কল্যাণী মোর বলে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, শিশুরা প্রত্যেকদিনের মতো নববর্ষেও পড়তে এসেছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৷ অবুঝ শিশুরা বুঝতে পারেনি ৷ পড়ার মাঝেই খেলার ছলে পাশের বাড়ির সামনে ফুটে থাকা ফুল ছিঁড়ে ফেলেছিল পড়ুয়ারা ৷ সেটা ভালো চোখে দেখেনি ওই বাড়ির মালিক ৷ এরপরেই বাড়ির মালিক অঙ্গনওয়াড়ি কর্মীকে মৌখিকভাবে গালিগালাজ করেন এবং পরে লাঠি দিয়ে তাঁকে মারাত্মকভাবে আক্রমণ করে বলে অভিযোগ । যার ফলে ওই কর্মীর নাক কেটে যায় এবং গুরুতর আহন হন তিনি ।