গুয়াহাটি, 10 জুলাই: খুনের অভিযোগে এক ব্যক্তিকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার নিদান দিল সালিশি সভা (Man Burnt Alive in Assam)৷ আর তারপরই সবারে চোখের সামনে গায়ে কেরোসিন ঢেলে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হল এক ব্যক্তিকে ৷ নৃশংস ঘটনার সাক্ষী উত্তর-পূর্বের রাজ্য অসম ৷
শনিবার অসমের নগাঁও বর লালুং এলাকায় ঘটে এই নারকীয় ঘটনা (Public Hearing)৷ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এম দাস জানিয়েছেন, "আমাদের কাছে খবর এসেছে যে, একটি খুনে দোষী সাব্যস্ত করে সালিশি সভার নিদানে এক ব্যক্তিকে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলা হয়েছে ৷ পরে সেই অগ্নিদগ্ধ দেহ সমাধিস্থ করা হয় ৷ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে ৷"
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রঞ্জিৎ বরদোলুই ৷ তিনি বর লালুং গাঁওয়ের বাসিন্দা ছিলেন ৷ এলাকারই এক মহিলাকে খুন করার অভিযোগ ওঠে রঞ্জিতের বিরুদ্ধে ৷ সেই কারণে তাঁকে নিয়ে সালিশি সভা বসিয়েছিল এলাকার 'মাতব্বররা' ৷ জানা গিয়েছে, সেই সালিশি সভাতেই ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয় ৷ এরপর সালিশি সভার নিদান মেনে সর্বসমক্ষে রঞ্জিতের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ৷ চিৎকার করে সাহায্যের আর্তি জানালেও কেউ তাঁর পাশে দাঁড়াননি বলে অভিযোগ ৷ সবার চোখের সামনে পুড়ে মৃত্যু হয় রঞ্জিতের ৷
আরও পড়ুন:সতেরোর কিশোরীকে জীবন্ত পুড়িয়ে খুন, কাঠগড়ায় প্রেমিক
ম্যাজিস্ট্রেটের পর্যবেক্ষণে সমাধিস্থ পোড়া দেহটি কবর থেকে তুলে আনা হয়েছে ৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে (Assam killing)৷