দেরাদুন, 21 মে : কুকুর নিয়ে কেদারনাথ মন্দির দর্শনে গিয়েছিলেন ৷ শুধু তাই-ই নয়, কুকুরটি ভগবান নন্দীকেও ছুঁয়েছে এবং প্রার্থনা করেছে ৷ এতেই একেবারে তুলকালাম কাণ্ড ৷ পোষ্যের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে (Man booked for taking pet dog to Kedarnath and dog paw touches Lord Nandi) ৷
রুদ্রপ্রয়াগের এসপি আয়ুষ আগরওয়াল একটি সংবাদ সংস্থাকে জানিয়েছে, এ নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷ তিনি বলেন, "শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির অভিযোগ পেয়েছি ৷ আমরা সেই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি ৷ তিনি মন্দির চত্বরে কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং কুকুর সমেত ভগবান নন্দীকে স্পর্শ করেছেন ৷" তাঁকে একবার ধরতে পারলে পরবর্তী পদক্ষেপ করা হবে ৷ শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি আজেন্দ্র অজয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিয়োটি দেখেন ৷ সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সঙ্গে কুকুর নিয়ে মন্দির চত্বরের বাইরে দিয়ে হেঁটে আসছেন ৷ মন্দিরের বাইরে থাকা ভগবান নন্দীর মূর্তিতে তাঁর কুকুরের সামনের দু'টি থাবা ছুঁইয়ে পুজো করছেন ওই ব্যক্তি ৷