পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kedarnath Temple Dog News : কেদারনাথে কুকুরের পা ঠেকিয়ে নন্দীর পুজো ! পোষ্যের মালিকের খোঁজে পুলিশ

কেদারনাথ মন্দিরে এসেছিলেন এক ভক্ত ৷ তবে তাঁর সঙ্গে ছিল পোষ্য কুকুর ৷ তিনি তো পুজো দিয়েইছেন, এমনকি তাঁর কুকুরের সামনের থাবা দু'টি দিয়ে ভগবান নন্দীকে ছুঁইয়েছেন ৷ ব্যস ! পোষ্যের মালিকের বিরুদ্ধে এফআইআর (Dog Touches Lord Nandi in Kedarnath) !

Pet Dog enters Kedarnath Temple
কেদারনাথ মন্দিরে কুকুর

By

Published : May 21, 2022, 3:34 PM IST

দেরাদুন, 21 মে : কুকুর নিয়ে কেদারনাথ মন্দির দর্শনে গিয়েছিলেন ৷ শুধু তাই-ই নয়, কুকুরটি ভগবান নন্দীকেও ছুঁয়েছে এবং প্রার্থনা করেছে ৷ এতেই একেবারে তুলকালাম কাণ্ড ৷ পোষ্যের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে (Man booked for taking pet dog to Kedarnath and dog paw touches Lord Nandi) ৷

রুদ্রপ্রয়াগের এসপি আয়ুষ আগরওয়াল একটি সংবাদ সংস্থাকে জানিয়েছে, এ নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷ তিনি বলেন, "শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির অভিযোগ পেয়েছি ৷ আমরা সেই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি ৷ তিনি মন্দির চত্বরে কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং কুকুর সমেত ভগবান নন্দীকে স্পর্শ করেছেন ৷" তাঁকে একবার ধরতে পারলে পরবর্তী পদক্ষেপ করা হবে ৷ শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি আজেন্দ্র অজয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিয়োটি দেখেন ৷ সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সঙ্গে কুকুর নিয়ে মন্দির চত্বরের বাইরে দিয়ে হেঁটে আসছেন ৷ মন্দিরের বাইরে থাকা ভগবান নন্দীর মূর্তিতে তাঁর কুকুরের সামনের দু'টি থাবা ছুঁইয়ে পুজো করছেন ওই ব্যক্তি ৷

আরও পড়ুন : Badrinath Route Stopped : কর্নপ্রয়াগে জাতীয় সড়কে পাহাড় থেকে নেমে এল বোল্ডার, বন্ধ বদ্রীনাথ যাত্রা

মন্দির কমিটির মিডিয়া সেলের বক্তব্য, "এই ভিডিয়োটি ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে ৷ মন্দির কমিটির সভাপতি আজেন্দ্র মন্দিরের সিইও-কে একটি নির্দেশিকা পাঠিয়েছেন ৷ মন্দির চত্বরে এরকম আজেবাজে কাজকর্ম যেন আর না হয়৷ যাঁরা এরকম কাজ করবে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷" সিইও কেদারনাথে পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করে ৷ দোষীর বিরুদ্ধে কড়া আইনি সাজার বন্দোবস্ত করবে পুলিশ ৷ এদিকে নন্দী ষাঁড় পশু হয়েও তো ভগবান শিবেরই বাহন !

ABOUT THE AUTHOR

...view details