পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Andhra Honour Killing: পরকীয়ায় লিপ্ত মেয়ে, সম্মান রক্ষার্থে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে - বিবাহবহির্ভূত সম্পর্ক

অন্ধ্রপ্রদেশে অনার কিলিংয়ের অভিযোগ (Andhra Pradesh Honour Killing) ৷ অভিযুক্ত বাবা ৷ মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে না পেরে অভিযুক্ত বাবা এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ ৷

Andhra Honour Killing
Andhra Honour Killing

By

Published : Feb 25, 2023, 8:06 PM IST

পানিয়াম (অন্ধ্রপ্রদেশ), 25 ফেব্রুয়ারি: অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায় অনার কিলিং (Honour Killing) বা সম্মান রক্ষার্থে খুনের অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, একজন ব্যক্তি তাঁর 21 বছর বয়সী মেয়েকে হত্যা করেছেন ৷ মেয়েটির মাথা ও ধড় বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছেন ৷ জানা গিয়েছে, অভিযুক্তের নাম দেবেন্দ্র রেড্ডি ৷ তিনি তাঁর বড় মেয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের (Extra Marital Affair) জন্য ক্ষুব্ধ ছিলেন ৷ এতে তাঁর পরিবারের সম্মান নষ্ট হচ্ছিল বলে মনে করতেন ৷ সেই রাগ থেকেই এই ঘটনা তিনি ঘটিয়েছেন বলে পুলিশের অনুমান (Father Allegedly Murdered his Daughter) ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দেবেন্দ্র আলামুরু গ্রামের বাসিন্দা ৷ তাঁর দুই মেয়ে ৷ তাঁর বড় মেয়ে প্রসন্ন৷ দুই বছর আগে সেই মেয়ের বিয়ে হয় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে । ওই মহিলা বিয়ের পর তাঁর গ্রাম ছেড়ে হায়দরাবাদে স্বামীর সঙ্গে থাকতেন ।

প্রসন্ন বিয়ের আগে অন্য একজনকে ভালোবাসতেন এবং বিয়ের পরেও সেই প্রেমিকের সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখেছিলেন ৷ তিনি সম্প্রতি হায়দরাবাদ থেকে গ্রামে আসেন ৷ কিন্তু স্বামীর কাছে আর ফিরে যাননি । কেন মেয়ে তাঁর স্বামীর কাছে ফিরে যেতে অস্বীকার করছে, এই প্রশ্ন বারবার করতেন দেবেন্দ্র ৷ সেই সময়ই তিনি মেয়ের পরকীয়ার বিষয়ে জানতে পারেন৷ তাঁর দাবি, এতে তাঁর পরিবারের সম্মান নষ্ট হয়েছে ৷

অভিযোগ, সেই রাগে দেবেন্দ্র তাঁর মেয়েকে গত 10 ফেব্রুয়ারি বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করেন । পরে অন্যদের সহায়তায় তিনি একটি গাড়িতে করে নান্দিয়াল-গিদ্দালুর রুটের জঙ্গল এলাকায় মেয়ের দেহ নিয়ে যান । এরপর প্রসন্নর মাথা ও ধড় আলাদা করে বিভিন্ন স্থানে ফেলে দেন । তার পর তিনি সঙ্গীদের নিয়ে বাড়ি ফিরে আসেন ৷

পরে প্রসন্নর খোঁজ না মেলায় পুলিশের কাছে অভিযোগ যায় ৷ পুলিশ তদন্ত শুরু করে৷ প্রথমে পুরো বিষয়টি নিয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছিলেন ৷ শেষ পর্যন্ত পুলিশি জেরায় তিনি সব স্বীকার করে নেন ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, অনার কিলিং রুখতে ভারতে আইন রয়েছে ৷ এই আইনে দোষী সাব্যস্তদের 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড (Life Imprisonment) হয় ৷

আরও পড়ুন:সম্পত্তি নিয়ে বিবাদ, পরিবারের 4 সদস্যকে কুপিয়ে খুন মহিলার !

ABOUT THE AUTHOR

...view details