পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্ণাটকে ঘটনার পুনরাবৃত্তি ! যুবক প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ায় অর্ধনগ্ন করে মারধর জামাইবাবুকে - জামাইবাবুকে অর্ধ নগ্ন করে বেধড়ক মারধর

Man Beaten Half Naked in Karnataka: বেলগাভির ঘটনার পুনরাবৃত্তি কর্ণাটকে ৷ শ্যালক প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ায় অর্ধ-নগ্ন করে মারধর করা হল জামাইবাবুকে ৷

Man Beaten Half Naked in Karnataka
অর্ধ-নগ্ন করে মারধর জামাইবাবুকে

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 10:29 PM IST

হাভেরি(কর্ণাটক), 19 ডিসেম্বর: বেলগাভির পর এবার হাভেরি ৷ কর্ণাটকে ফের বিবস্ত্র করে বেধড়ক মারধরের অভিযোগ ৷ যুবতীর সঙ্গে পালিয়ে গিয়েছে শ্যালক ৷ তাই জামাইবাবুকে অর্ধনগ্ন করে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ৷ মারধরের পর পুলিশ স্টেশনের সামনে জামাইবাবুকে ফেলে দিয়ে যায় যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া মেয়েটির পরিবার ৷ নির্যাতিতর আত্মীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রেনবেন্নুর তালুকের হালাগেরি থানার সামনে বিক্ষোভ দেখায় । হালাগেরি থানায় একটি মামলা দায়ের করেছে নির্যাতিতর পরিবারের লোকেরা ।

জানা গিয়েছে, গ্রামের একটি মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল নির্যাতিতের শ্যালকের ৷ প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় ওই যুবক ৷ এরপরেই মেয়েটির পরিবারের লোকেরা যুবকের জামাইবাবুকে প্রথমে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে যায় ৷ এরপর অর্ধনগ্ন করে তাঁকে মারধর করে এবং পরে রেনবেন্নুর গ্রামীণ থানার সামনে ফেলে দিয়ে যায় বলে অভিযোগ । ঘটনা জানাজানি হতেই অভিযুক্তদের শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম ৷

উল্লেখ্য, কয়েকদিন আগেই বেলগাভিতে এরকই একটা ঘটনা ঘটেছিল ৷ ছেলে গ্রামেরই একটি মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ায় মাকে ধরে মারধর করা হয়েছিল ৷ শুধু মারধর নয়, মেয়েটির পরিবার মহিলাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় ৷ এরপর মহিলাকে বিবস্ত্র করে গাছে বেঁধে মারধর করে এবং পরে ওই অবস্থায় গ্রামে ঘোরানোও হয় তাঁকে ৷ বাগদানের আগে মহিলার ছেলের সঙ্গে যুবতী পালিয়ে যায় বলে মেয়েটির পরিবারের দাবি ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পাশাপাশি বিজেপি ও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও নির্যাতিতার সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন ৷

আরও পড়ুন:

  1. পৈশাচিক! প্রেমিকাকে নিয়ে পালানোয় ছেলের মা'কে বিবস্ত্র করে ঘোরানো হল গ্রামে, গ্রেফতার 7
  2. আদিবাসী মহিলারা এখানে সুরক্ষিত নয়, কংগ্রেস শাসিত কর্ণাটকে নির্যাতিতাকে দেখতে বিজেপির দল
  3. বেলগাভিতে মহিলাকে হেনস্তায় চুপ গ্রামবাসী, 'জরিমানা' চালু করে পুরো গ্রামকে শাস্তির পরামর্শ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details