পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিয়ের পরেও খুড়তুতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক, জামাই বাড়ি নিয়ে যেতে বলায় মেয়েকে পিটিয়ে খুন করে জ্বালিয়ে দিল বাবা! - Murder

Honour Killing: বিয়ে দিয়েও মেয়ের মন থেকে খুড়তুতো ভাইয়ের প্রতি প্রেম মুছে ফেলতে পারেননি বাবা ৷ বিষয়টি জানতে পেরে জামাই শ্বশুরকে বলেছিলেন তাঁর মেয়েকে নিয়ে চলে যেতে ৷ তবে লজ্জায় আর মেয়েকে নিয়ে বাড়ি ফেরেননি বাবা ৷ অভিযোগ! খামারবাড়িতেই তাকে খুন করে জ্বালিয়ে দেন বাবা ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 9:50 AM IST

কোলার (কর্ণাটক), 27 ডিসেম্বর: খুড়তুতো ভাইয়ের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা ৷ তার জেরেই নিজের 17 বছর বয়সি মেয়েকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ৷ এই অভিযোগে মঙ্গলবার কর্ণাটকের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোলারের মুলাবাগিলু তালুকের মুস্তুরু গ্রামে ৷

এই ঘটনায় জেলা পুলিশ সুপার জানান, মৃত মেয়েটি তার খুড়তুতো ভাইয়ের সঙ্গে প্রেম করত। তাকে বিয়ে করতে চেয়েছিল ৷ মৃতের বাবা বিষয়টি জানতেন ৷ তিনি মেয়েকে ছেলেটির সঙ্গে যোগাযোগ রাখতে বারণ করেছিলেন ৷ এমনকী জোর করে কৃষ্ণপুর গ্রামের অন্য একটি ছেলের সঙ্গে বিয়েও দেন ৷ কিন্তু বিয়ের পরেও খুড়তুতো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করত মেয়েটি ৷ প্রায়ই কথা বলত দু'জন ৷ বিষয়টি জানতে পেরে শ্বশুরকে জানিয়েছিলেন জামাই ৷ মেয়েকে নিজের কাছে নিয়ে চলে যেতে বলেছিলেন ৷

বৃহস্পতিবার মেয়েকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন বাবা ৷ ফেরার পথে লজ্জায় তিনি মেয়েকে বাড়ি নিয়ে যেতে পারেননি ৷ খামারবাড়িতে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে তার দেহ পুড়িয়ে দেন ৷ এরপর মেয়ের বিরুদ্ধে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন ৷ এদিকে এক গ্রামবাসী কোলারের এসপি অফিসে চিঠি লিখে জানান, মেয়েটি নিখোঁজ হওয়ার দিনই ফার্ম হাউসে আগুন লাগার ঘটনা ঘটে ৷ বিষয়টি নিয়ে সন্দেহ হচ্ছে তদন্ত করে দেখা হোক ৷ এরপরই তদন্ত শুরু করে পুলিশ ৷ বেশ কিছু সাক্ষ্য প্রমাণও পাওয়া যায়। এরপর মঙ্গলবারই অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ স্থানীয় ডিএসপি জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ নাঙ্গালি পুলিশ ও এফএসএল দল তহসিলদারের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের দেহাবশেষ সংগ্রহ করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details